A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
মীর মোশাররফ হোসেন
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরের বিবরণ
• “পথিক তুমি পথ হারাইয়াছ?" — এই অমর উক্তিটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
• ‘কপালকুণ্ডলা’ উপন্যাস
-
১৮৬৬ সালে প্রকাশিত কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বাংলা উপন্যাস।
-
নিগূঢ় ভাবগম্ভীরতার কারণে একে একটি ‘রোমান্স’ ধাঁচের উপন্যাস বলা যায়। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে অরণ্যে বেড়ে ওঠা কাপালিক-পালিতা এক নারী, কপালকুণ্ডলা, এবং তার সঙ্গে নবকুমারের প্রেম ও বিবাহ।
-
সমাজ থেকে বিচ্ছিন্ন কপালকুণ্ডলার নবকুমারের সঙ্গে সংসারজীবনে প্রবেশ এবং সমাজের সঙ্গে তার মানিয়ে নেওয়ার সংগ্রাম উপন্যাসের মূল দ্বন্দ্ব।
-
গল্পে একদিকে উঠে এসেছে সম্রাট জাহাঙ্গিরের আমলের আগ্রা নগরী ও তার স্থাপত্য, অপরদিকে রয়েছে গভীর অরণ্য ও রহস্যময় সমুদ্রের বর্ণনা। কপালকুণ্ডলার চরিত্রের রহস্য, প্রকৃতির সৌন্দর্য এবং কাহিনির করুণ পরিণতি—এই তিনটি উপাদান উপন্যাসটিকে বঙ্কিমের অন্যতম শ্রেষ্ঠ রচনায় পরিণত করেছে।
-
বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় উপন্যাসটির আটটি সংস্করণ প্রকাশিত হয়। অনেক সাহিত্যবোদ্ধার মতে এটি তাঁর শ্রেষ্ঠ উপন্যাস।
• উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা, নায়ক নবকুমারকে উদ্দেশ করে বলেন—“পথিক তুমি পথ হারাইয়াছ?"। এই সংলাপটিকে বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্টিক সংলাপ হিসেবে বিবেচনা করা হয়।
• উপন্যাসের প্রধান চরিত্রসমূহ:
-
কপালকুণ্ডলা,
-
নবকুমার,
-
কাপালিক।
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি:
-
বাংলা উপন্যাসের জনক, খ্যাতিমান ঔপন্যাসিক ও সাংবাদিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ।
-
তিনি জন্মগ্রহণ করেন ১৮৩৮ সালে, চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানস।
-
বঙ্কিমচন্দ্র রচিত প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনী, যা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবেও বিবেচিত।
• বঙ্কিমচন্দ্র রচিত ত্রয়ী উপন্যাস:
-
আনন্দমঠ,
-
দেবী চৌধুরানী,
-
সীতারাম।
• তাঁর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
কপালকুণ্ডলা,
-
মৃণালিনী,
-
বিষবৃক্ষ,
-
ইন্দিরা,
-
যুগলাঙ্গুরীয়,
-
চন্দ্রশেখর,
-
রাধারানী,
-
রজনী,
-
কৃষ্ণকান্তের উইল,
-
রাজসিংহ।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।

0
Updated: 2 months ago
''জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।''- এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
Created: 2 months ago
A
সওগাত
B
মোহাম্মদী
C
সমকাল
D
শিখা
শিখা পত্রিকা:
শিখা ছিল ঢাকায় ১৯২৬ সালে গঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র। এই পত্রিকাটির প্রথম সংখ্যার সম্পাদকের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন।
শিখা পত্রিকা প্রতি বছর একবার প্রকাশিত হতো। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় চৈত্র ১৩৩৩ বঙ্গাব্দে, অর্থাৎ ৮ এপ্রিল ১৯২৭ সালে।
শিখা মূলত মুসলিম সাহিত্য-সমাজের একটি বার্ষিক কর্মকাণ্ডের দলিল হিসেবে কাজ করত। প্রতিটি সংখ্যার শিরোনামের অংশে মুদ্রিত থাকত— "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।" এই উক্তিটিকে শিখার লেখকগোষ্ঠী তাদের আদর্শবাণী বা মটো হিসেবে গ্রহণ করেছিলেন।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago