সারাংশ কোন পুরুষে লিখতে হয়?
A
উত্তম পুরুষ
B
প্রথম পুরুষ
C
মধ্যম পুরুষ
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়য়। সারাংশ এর ভাষা সহজ ও সাবলীল হওয়া দরকার। বাক্যের বক্তা যে বিশেষ্য বা সর্বনামের দ্বারা বক্তা ও শ্রোতার বাইরে অন্য কাওরে নির্দেশ করে, তাকে প্রথম পুরুষ বলে। প্রথম পুরুষ ব্যবহার করলে বাক্যের গঠন সহজ ও সাবলীল হয়। এই জন্য প্রথম পুরুষ ব্যবহার করা হয়।
0
Updated: 1 month ago
'বিষবৃক্ষ' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
প্রতিবন্ধক
B
অনিষ্টকারী
C
অদৃশ্য বস্তু
D
নষ্ট করা
বাংলা কথাবার্তা ও প্রবাদসমূহ
-
বিষবৃক্ষ
-
অর্থ: অনিষ্টকারী
-
বাক্য উদাহরণ: চোরের ছেলে বাটপাড় হয়েছে—বিষবৃক্ষের ফল আর কী হবে?
-
-
পথের কাঁটা
-
অর্থ: প্রতিবন্ধক
-
-
ডুমুরের ফুল
-
অর্থ: অদৃশ্য বস্তু
-
-
মাথা খাওয়
-
অর্থ: নষ্ট করা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
'মন্ত্রিপরিষদ' - শব্দটি কোন ভাষা হতে আগত?
Created: 1 month ago
A
বাংলা
B
ফারসি
C
সংস্কৃত
D
আরবি
মন্ত্রিপরিষদ শব্দটি সংস্কৃত/তৎসম উৎস থেকে আগত এবং এটি একটি বিশেষ্য পদ।
-
শব্দের অর্থ: মন্ত্রীসভা
-
তৎসম শব্দের ব্যাখ্যা: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত এবং বাংলা ভাষায় আগত যেসব শব্দের লিখিত রূপ সংস্কৃত শব্দের অনুরূপ, সেগুলোকে তৎসম শব্দ বলা হয়।
-
উদাহরণ: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ
-
0
Updated: 1 month ago
কোনটি নামধাতুর উদাহরণ?
Created: 1 month ago
A
চল্
B
ঘুমা
C
পড়্
D
কর্
বাংলা ভাষায় ধাতুর বিভিন্ন রূপের মধ্যে নাম ধাতু এবং মৌলিক ধাতু গুরুত্বপূর্ণ। এদের ব্যাখ্যা নিম্নরূপ—
-
নাম ধাতু
বিশেষ্য, বিশেষণ কিংবা অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করলে যে নতুন ধাতু গঠিত হয় তাকে নাম ধাতু বলে।
উদাহরণ:-
ঘুম্ → ঘুমা → সে ঘুমাচ্ছে
-
ধমক্ → ধমকা
-
-
মৌলিক ধাতু
যে ধাতুগুলিকে বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোকেই মৌলিক ধাতু বলা হয়। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
উদাহরণ: চল্, পড়, কর্, শো, হ, খা ইত্যাদি।
উৎস:
0
Updated: 1 month ago