A
কোষকে হাইড্রেটেড রাখা
B
কোষের বৃদ্ধি ত্বরান্বিত করা
C
অস্বাভাবিক কোষ ধ্বংস করা
D
অস্বাভাবিক কোষের জৈব রাসায়নিক পরিবর্তন ঘটানো
উত্তরের বিবরণ
ক্রায়োসার্জারি (Cryosurgery)
সংজ্ঞা:
একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত ঠান্ডা (যেমন তরল নাইট্রোজেন) ব্যবহার করে অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ ধ্বংস করা হয়।
ব্যবহৃত পদার্থ:
-
তরল নাইট্রোজেন
-
তরল কার্বন ডাই-অক্সাইড
-
নাইট্রাস অক্সাইড
-
আর্গন
-
ইথাইল ক্লোরাইড
-
ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন
প্রয়োগ:
-
ওয়ার্টস অপসারণ
-
চোখের লেন্স বা ছানি অপসারণ
-
স্নায়ুতন্ত্রের টিউমার নির্মূল
-
হৃদরোগজনিত সমস্যা নিয়ন্ত্রণ
-
হেমোরয়েড নির্মূল
-
স্ত্রীরোগ ও ইউরোলজিক টিউমার নিয়ন্ত্রণ
মূল উদ্দেশ্য: অস্বাভাবিক কোষ ধ্বংস করা
সূত্র:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ–দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২। ব্রিটানিকা

0
Updated: 1 day ago
নিম্নলিখিত কোনটি ALU দ্বারা সম্পাদিত হয় না?
Created: 1 day ago
A
গুণ
B
বিয়োগ
C
ইন্টারনেট রাউটিং
D
যোগ
তথ্য প্রযুক্তি
Arithmetic Logic Unit - ALU
ডিজিটাল কম্পিউটার
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
No subjects available.
উত্তর: গ) ইন্টারনেট রাউটিং
ব্যাখ্যা:
-
ALU (Arithmetic Logic Unit) কম্পিউটার প্রসেসরের অংশ যা মূলত গাণিতিক এবং লজিকাল অপারেশন সম্পাদন করে, যেমন: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, AND, OR, NOT।
-
ইন্টারনেট রাউটিং ALU-এর কাজের মধ্যে পড়ে না। এটি নেটওয়ার্ক প্রোটোকল এবং রাউটার বা অন্যান্য নেটওয়ার্ক ডিভাইস দ্বারা পরিচালিত হয়।
-
ALU শুধুমাত্র প্রসেসরের অভ্যন্তরীণ গণনা এবং লজিক্যাল সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত হয়।
ALU-এর অন্যান্য কাজ:
-
রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য ডান-বাম সরানো
-
তুলনা বা সত্য-মিথ্যা যাচাই
-
ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষণ
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago
SQL-এর পূর্ণরূপ কী?
Created: 3 hours ago
A
Systematic Question Logic
B
Simple Query List
C
Structured Query Language
D
Standard Question Language
SQL
-
পূর্ণরূপ: Structured Query Language
-
মানসম্মত প্রোগ্রামিং ভাষা, ডাটাবেজ পরিচালনা ও ব্যবস্থাপনায় ব্যবহৃত
-
ডাটাবেজে তথ্য সংরক্ষণ, পরিবর্তন, মুছে ফেলা ও অনুসন্ধান সম্ভব
-
ব্যবহৃত হয় MySQL, Oracle, PostgreSQL, MS SQL Server ইত্যাদিতে
-
১৯৭৪ সালে IBM Research Center-এ তৈরি
SQL Query
-
শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ
-
রিলেশনাল ডাটাবেজ অ্যাকসেসের হাতিয়ার
-
অধিকাংশ স্টেটমেন্ট ফলাফল হিসেবে রেকর্ডের সেট প্রদান করে
SQL ফিচার সুবিধা
-
ইংরেজি ভাষার কাছাকাছি কোয়েরি ল্যাঙ্গুয়েজ (SELECT, INSERT, DELETE ইত্যাদি)
-
Non-procedural ল্যাঙ্গুয়েজ, কেবল কী দরকার তা উল্লেখ করতে হয়
-
একবারে এক সেট রেকর্ড প্রসেস করে
-
ব্যবহারকারীর বিভিন্ন শ্রেণি ব্যবহার করতে পারে (ডাটাবেজ এডমিন, প্রোগ্রামার, ম্যানেজমেন্ট, এন্ড ইউজার)
SQL ব্যবহার
-
ডাটা কোয়েরি করা
-
ডাটা সন্নিবেশ, আপডেট বা মুছে ফেলা
-
ডাটাবেজ অবজেক্ট তৈরি, সংশোধন বা মুছে ফেলা
-
ডাটাবেজ অবজেক্ট অ্যাকসেস নিয়ন্ত্রণ
-
ডাটাবেজ Consistency নিশ্চিত করা
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল

0
Updated: 3 hours ago
১ বাইট সমান কত বিট?
Created: 1 day ago
A
৪
B
৮
C
১৬
D
১০২৪
বিট ও বাইট
-
বিট (Bit): বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ বা ১ অঙ্ককে বিট বলে।
-
বিটের ব্যবহার: ডেটা কমিউনিকেশন ও তথ্য পরিমাপের মৌলিক একক।
-
বাইট (Byte): ১ বাইট = ৮ বিট।
ডেটা পরিমাপ এককসমূহ:
একক | সমতা |
---|---|
১ নিবল (Nibble) | ৪ বিট |
১ বাইট (Byte) | ৮ বিট |
১ কিলোবিট (Kb) | ১০০০ বিট |
১ মেগাবিট (Mb) | ১০০০ কিলোবিট |
১ গিগাবিট (Gb) | ১০০০ মেগাবিট |
১ টেরাবিট (Tb) | ১০০০ গিগাবিট |
১ কিলোবাইট (KB) | ১০২৪ বাইট |
১ মেগাবাইট (MB) | ১০২৪ কিলোবাইট |
১ গিগাবাইট (GB) | ১০২৪ মেগাবাইট |
১ টেরাবাইট (TB) | ১০২৪ গিগাবাইট |
১ পেটাবাইট (PB) | ১০২৪ টেরাবাইট |
সূত্র:
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান

0
Updated: 1 day ago