নিচের কোন শব্দটি "দক্ষ” অর্থে ব্যবহৃত হয়েছে?
A
পাকা আম খেতে মিষ্টি
B
পাকা সোনায় খাদ থাকে না।
C
শাড়িটির রং পাকা
D
ছেলেটি অংকে পাকা
উত্তরের বিবরণ
ছেলেটি অংকে পাকা। এখানে "পাকা" শব্দর অর্থ দক্ষ বা যে ভালো পারে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'পরশ্ব' শব্দটির অর্থ কী?
Created: 2 months ago
A
পরশু
B
পরের ধন
C
কোকিল
D
পার্শ্ববর্তী
পরশ্ব (বিশেষ্য ও ক্রিয়া-বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়)
- 
শব্দটি সংস্কৃত থেকে এসেছে। 
- 
অর্থ: - 
আগামীকালের পরবর্তী বা গতকালের পূর্ববর্তী দিন, 
- 
পরশু। 
 
- 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
Created: 3 months ago
A
ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
B
যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
C
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
D
ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
সঠিক উত্তর: 
গ) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো-
• ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষ্মা।
• যশোলাভ, সদ্যোজাত, সংবর্ধনা।
• স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
• ঐকতান, কেবল, উপরিউক্ত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago
'উড়ুনি > উড়নি' কোন ধরনের স্বরসঙ্গতির উদাহরণ?
Created: 1 month ago
A
মধ্যগত স্বরসঙ্গতি
B
চলিত বাংলায় স্বরসঙ্গতি
C
অন্যোন্য স্বরসঙ্গতি
D
প্রগত স্বরসঙ্গতি
• স্বরসঙ্গতি: একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন- দেশি > দিশি, বিলাতি > বিলিতি, মুলা > মুলো ইত্যাদি। প্রগত স্বরসঙ্গতি: আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়। যেমন- মুলা > মুলো, শিকা > শিকে, তুলা > তুলো। পরাগত স্বরসঙ্গতি: অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়। যেমন- আখো > আখুয়া > এখো, দেশি > দিশি। মধ্যগত স্বরসঙ্গতি: আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়। যেমন- বিলাতি > বিলিতি, জিলাপি > জিলিপি। অন্যোন্য স্বরসঙ্গতি: আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়। যেমন- মোজা > মুজো। চলিত বাংলায় স্বরসঙ্গতি: - গিলা > গেলা, মিলামিশা > মেলামেশা, মিঠা > মিঠে, ইচ্ছা > ইচ্ছে ইত্যাদি। - পূর্বস্বর উ-কার হলে পরবর্তী স্বর ও-কার হয়। যেমন- মুড়া > মুড়ো, চুলা > চুলো ইত্যাদি। - বিশেষ নিয়মে - উড়ুনি > উড়নি, এখনি > এখুনি হয়। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
উৎপাদিত তথ্য অপরিবর্তিত রেখে রিরাইট করা হলো:
- স্বরসঙ্গতি: - একজন স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
- উদাহরণ: দেশি > দিশি, বিলাতি > বিলিতি, মুলা > মুলো ইত্যাদি।
 
- প্রগত স্বরসঙ্গতি: - আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
- উদাহরণ: মুলা > মুলো, শিকা > শিকে, তুলা > তুলো।
 
- পরাগত স্বরসঙ্গতি: - অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরগত স্বরসঙ্গতি হয়।
- উদাহরণ: আখো > আখুয়া > এখো, দেশি > দিশি।
 
- মধ্যগত স্বরসঙ্গতি: - আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়।
- উদাহরণ: বিলাতি > বিলিতি, জিলাপি > জিলিপি।
 
- অন্নোন্য স্বরসঙ্গতি: - আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়।
- উদাহরণ: মোজা > মুজো।
 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago