A
লিনিয়ার অ্যালজেবরা
B
বুলিয়ান অ্যালজেবরা
C
ম্যাট্রিক্স অ্যালজেবরা
D
কমপ্লেক্স অ্যালজেবরা
উত্তরের বিবরণ
লজিক গেইট (Logic Gate)
সংজ্ঞা
লজিক গেইট হলো ডিজিটাল সার্কিট যা বুলিয়ান অ্যালজেবরার নিয়ম অনুসারে ইনপুট প্রক্রিয়াকরণ করে আউটপুট দেয়।
মূল তথ্য
লজিক গেইট ডিজিটাল সার্কিটের ব্যবহারিক রূপ। একটি গেইট এক বা একাধিক ইনপুট নেয় এবং একটি আউটপুট দেয়। ইনপুটের বাইনারি মান (0 বা 1) ব্যবহৃত হয়।
মৌলিক লজিক গেইট
AND Gate – সমস্ত ইনপুট 1 হলে আউটপুট 1
OR Gate – যেকোনো ইনপুট 1 হলে আউটপুট 1
NOT Gate – ইনপুটের বিপরীত আউটপুট দেয়
ভোল্টেজ লেবেল
লজিক 0: 0 – 0.8 ভোল্ট
লজিক 1: 2 – 5 ভোল্ট
লজিক 0 ও 1 ভিত্তিতে বুলিয়ান অ্যালজেবরা কাজ করে এবং লজিক গেইট বাস্তবায়িত হয়।
সূত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

0
Updated: 1 day ago
কোন গেইটগুলো সার্বজনীন গেইট হিসেবে পরিচিত?
Created: 15 hours ago
A
AND এবং OR
B
NAND এবং NOR
C
XOR এবং NOT
D
OR এবং NOT
NAND এবং NOR গেইট – সার্বজনীন গেইট
সার্বজনীন গেইট:
-
যেসব গেইটের মাধ্যমে AND, OR এবং NOT গেইটের ফাংশন প্রতিস্থাপন করা যায়, তাদের সার্বজনীন গেইট বলা হয়।
-
অ্যান্ড, অর ও নট গেইটের সমন্বয়ে সব ধরনের লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
-
ন্যান্ড গেইট ব্যবহার করেই যে কোন লজিক সার্কিট বা বর্তনী তৈরি করা সম্ভব, কারণ ন্যান্ড দিয়ে AND, OR ও NOT বাস্তবায়ন করা যায়।
-
একইভাবে, NOR গেইট দিয়েও সব ধরনের লজিক সার্কিট তৈরি করা সম্ভব।
-
এই কারণেই NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 15 hours ago
কোন গেইটটি "ইনভার্টার" হিসেবেও পরিচিত?
Created: 1 week ago
A
NAND
B
NOT
C
NOR
D
XOR
NOT গেইট (Inverter)
সংজ্ঞা:
NOT গেইটকে সাধারণত ইনভার্টার (Inverter) বলা হয়।
এটি একটি ইনপুটের বিপরীত আউটপুট প্রদান করে।
কাজের ধরন:
ইনপুট (Input) আউটপুট (Output)
0 1
1 0
বৈশিষ্ট্য:
ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক গেইট
শুধুমাত্র একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে
ইনপুটের বিপরীত মান আউটপুটে দেয়
প্রয়োগ:
কম্পিউটার সার্কিট
মাইক্রোকন্ট্রোলার
অন্যান্য ডিজিটাল ডিভাইসের তথ্য প্রক্রিয়াকরণ
উৎস:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: খ) NOT

0
Updated: 1 week ago
কোনটিকে সার্বজনীন ডিজিটাল লজিক গেইট বলা হয়?
Created: 5 days ago
A
XOR
B
AND
C
NOR
D
OR
• NOR গেইটকে সার্বজনীন ডিজিটাল লজিক গেইট বলা হয়।
• সার্বজনীন লজিক গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
• মৌলিক লজিক গেইট:
- OR Gate,
- AND Gate,
- NOT Gate.
• সার্বজনীন লজিক গেইট:
- NAND Gate,
- NOR Gate.
• বিশেষ লজিক গেইট:
- XOR Gate, XNOR Gate.

0
Updated: 5 days ago