নিচের কোন বাক্যটি শুদ্ধ?
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
C
অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
D
আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
উত্তরের বিবরণ
১/এ কথা প্রমানিত হয়েছে। (সঠিক) ২/ অল্প দিনের মধ্যে তিনি আরোগ্যলাভ করবেন। (সঠিক) ৩/আবশ্যক ব্যয়ে কৃপণতা করা অনুচিত। (সঠিক) তাই সঠিক বাক্য - "গীতাঞ্জলী " পড়েছো কি?
0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
অনির্বাচ্চ
B
অনিবাচ্য
C
অনিবার্চ্য
D
অনির্বাচ্য
শব্দ: অনির্বাচ্য
-
পদ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত
-
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
পদ: বিশেষণ
উৎপত্তি: সংস্কৃত
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
Created: 1 month ago
A
বাংলা
B
সংস্কৃত
C
হিন্দি
D
অস্ট্রিক
বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা-গোষ্ঠীর অন্তর্গত এবং নব্য-ভারতীয় আর্য ভাষা থেকে উদ্ভূত। এটি ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর শতম শাখা থেকে এসেছে। বাংলার আদি জনগোষ্ঠী মূলত অস্ট্রিক ভাষাভাষী ছিল।
ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর প্রাথমিক উৎস অ-আর্য ভাষা। আর্যদের ভাষাকে বৈদিক ভাষা বলা হতো এবং বেদের ভাষাকেও বৈদিক ভাষা বলা হয়। বৈদিক ভাষার সংস্কারজাত নতুন ভাষা হল সংস্কৃত, যার শব্দ হিসেবে উল্লেখ প্রথম পাওয়া যায় মহাকাব্য রামায়ণে।
বাংলার নিকটতম আত্মীয় ভাষা হলো অহমিয়া ও ওড়িয়া। ধ্রুপদী ভাষা ও পালির সঙ্গে বাংলার ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা যায়। ভাষা উৎপত্তি বিষয়ে গবেষকদের মধ্যে দুইটি প্রধান মতামত বিদ্যমান:
-
ড. মুহম্মদ শহীদুল্লাহ: বাংলা এসেছে গৌড়ি প্রাকৃত থেকে, যা গৌড়ি অপভ্রংশ হয়ে বঙ্গ-কামরুপির মাধ্যমে বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে।
-
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়: বাংলা এসেছে মাগধী প্রাকৃত থেকে, যা মাগধী অপভ্রংশ হয়ে বাংলা ভাষায় এসেছে।
ভাষা গবেষকরা সাধারণত ড. শহীদুল্লাহর মতামতকে অধিক গ্রহণযোগ্য মনে করেন এবং অন্যান্য পণ্ডিতগণও এই মতকে প্রাধান্য দিয়েছেন। বাংলার ইতিহাসকে তিনটি ঐতিহাসিক পর্যায়ে ভাগ করা হয়:
-
প্রাচীন বাংলা: ৯০০/১০০০–১৩৫০ খ্রিস্টাব্দ, যার প্রধান লিখিত নিদর্শন চর্যাগীতি।
-
মধ্য বাংলা: ১৩৫০–১৮০০ খ্রিস্টাব্দ।
-
আধুনিক বাংলা: ১৮০০-এর পরবর্তী সময়।
0
Updated: 1 month ago
‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
Created: 1 month ago
A
সোপান
B
সমর্থ
C
সোল্লাস
D
সওয়ার
সোমত্ত / সমত্ত (বিশেষণ)
-
এটি একটি তৎসম শব্দ।
অর্থ:
-
বিয়ের উপযুক্ত (যেমন: ঘরে আমার সোমত্ত মেয়ে)
-
যৌবনপ্রাপ্ত
-
সক্ষম বা সমর্থ
-
বয়ঃপ্রাপ্ত (যেমন: সোমত্ত মেয়ে মাথার উপরে — কাজী আবদুল ওদুদ)
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।
0
Updated: 1 month ago