"হরতাল" কোন ভাষার শব্দ?
A
পাঞ্জাবি
B
গুজরাটি
C
হিন্দি
D
জাপানি
উত্তরের বিবরণ
'হরতাল' গুজরাটি শব্দ । এছাড়া কয়েকটি গুজরাটি শব্দ খদ্দর, জয়ন্তী ইত্যাদি ।
0
Updated: 1 month ago
নিচের কোনটি ”দন্ত্য ব্যঞ্জন” ধ্বনির উদাহরণ?
Created: 1 month ago
A
ফ
B
ম
C
ভ
D
ত
দন্ত্য ব্যঞ্জন:
দন্ত্য ব্যঞ্জন হলো সেই ব্যঞ্জনধ্বনি যা উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে।
-
উদাহরণ: ত, থ, দ, ধ
অপরদিকে, ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি:
-
উদাহরণ: ফ, ভ, ম
0
Updated: 1 month ago
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি?
Created: 1 month ago
A
৫টি
B
৬টি
C
৭টি
D
৯টি
ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
ধ্বনিগুলো দুই ভাগে বিভক্ত:
-
স্বরধ্বনি
-
ব্যঞ্জনধ্বনি
মৌলিক স্বরধ্বনি (৭টি):
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
মৌলিক ব্যঞ্জনধ্বনি (৩০টি):
[প্], [ফ], [ব], [ভ], [ত্], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ়], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ], [স্], [শ], [হ], [ল], [র], [ড়], [ঢ়]
-
এখানে প্রতিটি ধ্বনি বা উচ্চারণ তৃতীয় বন্ধনীর মাধ্যমে নির্দেশ করা হয়েছে।
0
Updated: 1 month ago
বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
Created: 2 months ago
A
সংস্কৃত
B
গৌড়ীয় প্রাকৃত
C
হিন্দি
D
আসামি
ড. মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন, ভারতীয় ভাষা থেকেই বৈদিক এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার সৃষ্টি। খ্রিষ্টপূর্ব আটশ অব্দে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই আদিম প্রাকৃত ভাষার সৃষ্টি। আনুমানিক দুইশ খ্রিষ্টপূর্ব অব্দে এই ভাষা থেকেই গৌড়ীয় প্রাকৃত এবং আনুমানিক চারশ অব্দে গৌড়ী পাকৃত থেকে গৌড়ী অপভ্রংশের সৃষ্টি।
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড় অপভ্রংশ হয়ে বঙ্গকামরূপী ভাষার মাধ্যমে ৬৫০ খ্রিষ্টাব্দে বাংলা ভাষা স্বতন্ত্ররূপ পরিগ্রহ করে।
0
Updated: 2 months ago