নিচের কোনটি পারিভাষিক শব্দ?
A
মন্ত্রিপরিষদ
B
টপর
C
গাছ
D
বালতি
উত্তরের বিবরণ
মন্ত্রিপরিষদ একটি পারিভাষিক শব্দ। মন্ত্রিপরিষদ - Cabinet
0
Updated: 1 month ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
B
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
C
আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য অনুচিত
D
আবশ্যক ব্যয়ে কার্পন্য অনুচিত
আবশ্যক মানে হলো ― যা অত্যন্ত জরুরি, অপরিহার্য, প্রয়োজনীয়।
-
আবশ্যকীয় শব্দটি প্রমিত বাংলা অভিধান অনুযায়ী ব্যবহারযোগ্য নয়; এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
-
কার্পণ্য অর্থ কৃপণতা, অতি কঞ্জুসি।
-
কার্পন্য শব্দটিও অশুদ্ধ, এর সঠিক রূপ হলো কার্পণ্য।
তাই শুদ্ধ বাক্য হবে:
“আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।”
0
Updated: 1 month ago
কোনটি নামধাতুর উদাহরণ?
Created: 1 month ago
A
চল্
B
ঘুমা
C
পড়্
D
কর্
বাংলা ভাষায় ধাতুর বিভিন্ন রূপের মধ্যে নাম ধাতু এবং মৌলিক ধাতু গুরুত্বপূর্ণ। এদের ব্যাখ্যা নিম্নরূপ—
-
নাম ধাতু
বিশেষ্য, বিশেষণ কিংবা অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করলে যে নতুন ধাতু গঠিত হয় তাকে নাম ধাতু বলে।
উদাহরণ:-
ঘুম্ → ঘুমা → সে ঘুমাচ্ছে
-
ধমক্ → ধমকা
-
-
মৌলিক ধাতু
যে ধাতুগুলিকে বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোকেই মৌলিক ধাতু বলা হয়। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
উদাহরণ: চল্, পড়, কর্, শো, হ, খা ইত্যাদি।
উৎস:
0
Updated: 1 month ago
'হেড মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?
Created: 2 months ago
A
ইংরেজি + ফার্সি
B
ইংরেজি + আরবি
C
তুর্কি + আরবি
D
ইংরেজি + পর্তুগিজ
হেড-মৌলভী
শব্দগঠন: হেড (ইংরেজি) + মৌলভী (আরবি)
🔹 বাংলা ব্যাকরণ (মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০১৯ সংস্করণ):
এখানে বলা হয়েছে, হেড-মৌলভী গঠিত হয়েছে ইংরেজি ও ফারসি শব্দের যোগে।
🔹 বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে:
এখানে উল্লেখ আছে, হেড-মৌলভী গঠিত হয়েছে ইংরেজি ও আরবি শব্দের যোগে।
শব্দার্থ:
-
হেড (ইংরেজি) → বিশেষণ: প্রধান, নেতা; বিশেষ্য: মাথা
-
মৌলভী (আরবি) → বিশেষ্য: ইসলামি ধর্মশাস্ত্র ও আরবি ভাষায় দক্ষ ব্যক্তি
সুতরাং, “হেড-মৌলভী” শব্দটির উৎস ও বিশ্লেষণ নিয়ে দুটি ভিন্ন মত পাওয়া যায়—
-
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণে: ইংরেজি + ফারসি
-
বাংলা একাডেমি অভিধানে: ইংরেজি + আরবি
0
Updated: 2 months ago