নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তনের জন্য কোন ফাংশন কী ব্যবহার করা হয়?
A
F2
B
F4
C
F5
D
F6
উত্তরের বিবরণ
ফাংশন কী (Function Key)
সংজ্ঞা:
কিবোর্ডে থাকা বিশেষ কী যা সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করে। সাধারণত F1 থেকে F12 পর্যন্ত থাকে।
F1–F12 মূল কাজ:
F1 – Help মেনু খোলে
F2 – নির্বাচিত ফাইল/ফোল্ডার Rename করে
F3 – দ্রুত সার্চ চালু করে
F4 – Alt + F4 → বর্তমান উইন্ডো বন্ধ করে
F5 – Refresh করে
F6 – ব্রাউজারে Address Bar সিলেক্ট করে
F7 – MS Word এ Spelling & Grammar Check
F8 – Windows Safe Mode চালু
F9 – Quark Express Measurement Tool চালু
F10 – Menu Bar চালু
F11 – Fullscreen Mode চালু/বন্ধ
F12 – ইংরেজি ↔ বাংলা রূপান্তর
সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
QWERTY কী-বোর্ডে কতটি ফাংশন কী আছে?
Created: 3 weeks ago
A
৯টি
B
১৮টি
C
১২টি
D
১৫ টি
QWERTY কী-বোর্ডে সাধারণত ফাংশন কী (Function Keys) F1 থেকে F12 পর্যন্ত থাকে, অর্থাৎ মোট ১২টি। এই কীগুলো মূলত বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, F1 সাধারণত সাহায্য (Help) এর জন্য ব্যবহৃত হয়, F5 পেজ রিফ্রেশ করার জন্য, এবং F11 সম্পূর্ণ স্ক্রীন মোড চালু বা বন্ধ করার জন্য ব্যবহৃত হয়। ফাংশন কীগুলো প্রায় সব ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেমে কার্যকর থাকে। তাই এগুলো ব্যবহার করে ব্যবহারকারী কম্পিউটার পরিচালনা আরও দ্রুত ও সহজভাবে করতে পারে।
ফাংশন কী সম্পর্কিত তথ্য:
-
একটি স্ট্যান্ডার্ড QWERTY কী-বোর্ডের একদম উপরের সারিতে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কীগুলো সাজানো থাকে।
-
QWERTY কী-বোর্ডে নিউমেরিক কী থাকে ১৭টি।
-
ফাংশন কী থাকে ১২টি।
-
অ্যারো কী থাকে ৪টি।
-
নেভিগেশন কী থাকে ১০টি।
0
Updated: 3 weeks ago
ফাংশন কী গুলো সাধারণত কত পর্যন্ত থাকে?
Created: 2 months ago
A
F1 থেকে F6
B
F1 থেকে F12
C
F1 থেকে F24
D
F1 থেকে F10
ফাংশন কী (F1–F12):
কিবোর্ডের বিশেষ কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করে।
F1–F12 এর ব্যবহার:
-
F1 : Help মেনু খোলা
-
F2 : নির্বাচিত ফাইল/ফোল্ডার Rename করা
-
F3 : দ্রুত সার্চ চালু করা
-
F4 : Alt + F4 দিয়ে বর্তমান উইন্ডো বন্ধ করা
-
F5 : Refresh করা (ব্রাউজার/ডেস্কটপ)
-
F6 : ব্রাউজারে Address bar সিলেক্ট করা
-
F7 : MS Word-এ Spelling ও Grammar Check
-
F8 : Windows সেফ মোড চালু করা
-
F9 : QuarkXpress-এর মেজারমেন্ট টুলবার চালু করা
-
F10 : মেনু বার খোলা
-
F11 : ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করা
-
F12 : ইনপুট ভাষা পরিবর্তন (ইংরেজি ↔ বাংলা)
0
Updated: 2 months ago
কিবোর্ডে ফাংশন কী কতটি থাকে?
Created: 1 month ago
A
১২ টি
B
১৫ টি
C
১৫০ টি
D
১২০ টি
কি-বোর্ডের ফাংশন কী (F1–F12)
-
কি-বোর্ডে মোট ১০৫টি কী থাকে।
-
এর মধ্যে ১২টি ফাংশন কী থাকে, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়।
-
সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
F1–F12 ফাংশন কী-এর কাজ:
-
F1: সাধারণত Help মেনু খুলে।
-
F2: নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহার হয়।
-
F3: দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
-
F4: Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
-
F5: ব্রাউজার বা ডেস্কটপে Refresh করার জন্য।
-
F6: ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
-
F7: মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
-
F8: উইন্ডোজ চালুর সময় Safe Mode চালুর জন্য।
-
F9: কোয়ার্ক এক্সপ্রেসে Measurement Toolbar চালু করার জন্য।
-
F10: Menu bar চালু করে।
-
F11: Fullscreen Mode চালু বা বন্ধ করে।
-
F12: ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি পরিবর্তনের জন্য।
উৎস:
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
ব্রিটানিকা
0
Updated: 1 month ago