ALU এর পূর্ণরূপ -
A
Arithmetic Logic Unit
B
Analog Logic Unit
C
Automatic Logic Unit
D
Arithmetic Linear Unit
উত্তরের বিবরণ
ALU (Arithmetic Logic Unit)
-
সংজ্ঞা: কম্পিউটারের একটি মৌলিক উপাদান, যা গাণিতিক ও লজিক্যাল অপারেশন সম্পাদন করে।
-
কম্পিউটারের প্রধান চার উপাদান:
-
ALU
-
ইনপুট-আউটপুট সরঞ্জাম
-
প্রধান মেমরি
-
কন্ট্রোল ইউনিট
-
মূল কার্যাবলী:
-
ইনকামিং ডেটা প্রক্রিয়াকরণ
-
গাণিতিক অপারেশন: যোগ, বিয়োগ, গুণ, ভাগ
-
লজিক অপারেশন: AND, OR ইত্যাদি
-
ন্যানো সেকেন্ডের মধ্যে উচ্চ-গতিতে কাজ
-
রেজিস্টারে সাময়িকভাবে ফলাফল সংরক্ষণ করে, যাতে পরবর্তী অপারেশনের জন্য বা প্রধান মেমরিতে স্থানান্তর করা যায়
সূত্র: ব্রিটানিকা
0
Updated: 1 month ago
কম্পিউটারে কেন্দ্রীয় সার্কিট বোর্ডের আরেকটি সাধারণ নাম কী?
Created: 3 weeks ago
A
RAM
B
Hard Drive
C
CPU
D
Motherboard
কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ডকে সাধারণত মাদারবোর্ড (Motherboard) বলা হয়। এটি হলো পুরো কম্পিউটারের মূল কাঠামো, যেখানে প্রসেসর (CPU), র্যাম (RAM), স্টোরেজ ডিভাইস এবং অন্যান্য এক্সপ্যানশন কার্ড সংযুক্ত থাকে। মাদারবোর্ড সমস্ত উপাদানকে একে অপরের সাথে সংযোগ স্থাপন করে তথ্য আদান-প্রদানের কাজ সম্পন্ন করে। এছাড়াও এটি বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট এবং কনেক্টরের মাধ্যমে শক্তি সরবরাহ এবং ডেটা ট্রান্সফার নিশ্চিত করে। কম্পিউটারের কার্যকারিতা অনেকাংশে মাদারবোর্ডের ধরন ও মানের ওপর নির্ভর করে।
-
মাদারবোর্ড:
-
মাদারবোর্ড কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের ভিতরে সংযুক্ত থাকে।
-
এটি সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানের কাজ করে এবং সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড নামেও পরিচিত।
-
প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে, যা কম্পিউটারের ব্রেইন হিসেবে কাজ করে।
-
যেকোনো যন্ত্রাংশ মাদারবোর্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংযুক্ত থাকে, তাই এটি কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।
-
বাজারে Intel, GIGABYTE, ASUS, MSI ইত্যাদি ব্র্যান্ডের মাদারবোর্ড পাওয়া যায়।
-
0
Updated: 3 weeks ago
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
Created: 2 months ago
A
Read-out
B
Read from
C
Read
D
উপরের সবগুলোই
মেমরি
মেমরি হলো কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি আসলে অসংখ্য ক্ষুদ্র স্মৃতি কোষ (memory cell) নিয়ে গঠিত, যেখানে প্রতিটি কোষে একটি বিট তথ্য (০ অথবা ১) সংরক্ষণ করা যায়।
কম্পিউটারের ভেতরে যে জায়গায় ডেটা স্থায়ী বা অস্থায়ীভাবে জমা থাকে, সেটিকেই মেমরি বলা হয়। প্রক্রিয়াকরণের সুবিধার্থে তথ্য মেমরিতে জমা রাখা হয়, যাতে প্রয়োজনের সময় সহজে ব্যবহার করা যায়।
মেমরি থেকে সংরক্ষিত তথ্য বের করার প্রক্রিয়াকে Read বলা হয়। আমরা যখন কোনো তথ্য কম্পিউটারে সংরক্ষণ করি, তখন সেটি মেমরিতে সেভ হয়ে যায় এবং পরে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার সেটি মেমরি থেকে read করে ব্যবহারকারীর কাছে উপস্থাপন করে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
0
Updated: 2 months ago
OMR-এর পূর্ণরূপ কী?
Created: 2 months ago
A
Optical Mark Recorder
B
Optical Machine Reader
C
Optical Mark Recognition
D
Optical Memory Reader
OMR (Optical Mark Recognition)
সংজ্ঞা:
OMR হলো একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস, যা স্পষ্টভাবে দাগাঙ্কিত মার্ক শনাক্ত করতে সক্ষম।
মূল বৈশিষ্ট্য:
-
OMR সিটে দেওয়া পেনসিল বা কলমের দাগ শনাক্ত করতে পারে।
-
OMR সিটের মার্ক স্ক্যান করে বৈদ্যুতিক পালস তৈরি করে।
-
এতে একটি আলোক উৎস থাকে যা মার্ক শনাক্ত করতে সাহায্য করে।
-
নৈর্বাচনিক প্রশ্নপত্র, জনসংখ্যা জরিপ এবং অনুরূপ কাজে ব্যবহৃত হয়।
-
অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য স্ক্যান করা সম্ভব।
-
মার্ক স্পষ্ট না হলে সঠিক তথ্য পাওয়া যায় না।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
0
Updated: 2 months ago