A
কলকাঠি নাড়া
B
কুপোকাৎ
C
কথায় চিড়া ভেজা
D
কালে ভদ্রে
উত্তরের বিবরণ
কথায় চিড়া ভিজা - একটি বাগধারা যার মানে ফাঁকা আওয়াজে কাজ আদায় বা ফাঁকা বুলিতে কার্যসাধন।

0
Updated: 1 day ago
‘গৌরচন্দ্ৰকা” বাগধারাটি কোন অৰ্থেব্যবহৃত হয়?
Created: 1 week ago
A
বাড়তি বোঝা
B
রূপের মোহ
C
ভূমিকা
D
ফিটফাট
'গৌরচন্দ্রিকা' বাগধারাটি ভূমিকা অর্থে ব্যবহৃত হয়।

0
Updated: 1 week ago
কেতাদুরস্ত' বাগ্ধারাটির অর্থ কী?
Created: 4 days ago
A
মূর্খ
B
অনভিজ্ঞ
C
অপদার্থ
D
পরিপাটি
বাগ্ধারা: কেতাদুরস্ত
-
অর্থ: পরিপাটি
-
বাক্য উদাহরণ: চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।
অন্যান্য বাগধারা:
-
গোবর গণেশ → মূর্খ
-
কেবলা হাকিম → অনভিজ্ঞ
-
আমরা কাঠের ঢেকি → অপদার্থ
উৎস:
-
মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 4 days ago
'যার কোনো মূল্য নেই'- সমার্থক বাগধারা কোনটি?
Created: 3 days ago
A
ডাকাবুকো
B
তুলসী বনের বাঘ
C
কাঠের পুতুল
D
ঢাকের বায়া
‘ঢাকের বায়া' বাগধারার অর্থ যার কোনো মূল্য নেই। ডাকাবুকো - দুরন্ত / নির্ভীক; তুলসী বনের বাঘ - ভণ্ড; কাঠের পুতুল - নির্জীব / অসার।

0
Updated: 3 days ago