BIOS কোথায় সংরক্ষিত থাকে?
A
হার্ডডিস্কে
B
EPROM-এ
C
RAM-এ
D
Cache মেমোরিতে
উত্তরের বিবরণ
BIOS (Basic Input/Output System)
-
সংরক্ষণ: EPROM-এ সংরক্ষিত থাকে।
-
প্রয়োগ: কম্পিউটার চালু হলে CPU এটি ব্যবহার করে।
প্রধান কাজ:
-
কোন কোন peripheral device (যেমন: keyboard, mouse, disk drive, printer, video card) সংযুক্ত আছে তা শনাক্ত করা।
-
Operating System (OS) কে প্রধান মেমোরিতে (main memory) লোড করা।
অতিরিক্ত কার্যাবলী:
-
কম্পিউটার চালু হওয়ার পর BIOS OS এবং peripheral devices-এর মধ্যে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
-
ফলে OS বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে hardware address বা device details জানতে হয় না।
উন্নয়ন:
-
একবিংশ শতাব্দীর শুরুতে BIOS-এর জায়গা নেয় UEFI (United Extensible Firmware Interface)।
-
বড় স্টোরেজ ড্রাইভ সমর্থন করে এবং BIOS-এর তুলনায় দ্রুত কাজ করে।
সূত্র: ব্রিটানিকা
0
Updated: 1 month ago
Where is the BIOS usually located?
Created: 1 month ago
A
RAM
B
CPU
C
Hard disk
D
Motherboard
Motherboard ও BIOS (Basic Input Output System):
-
BIOS হলো কম্পিউটারের ফার্মওয়্যার বা স্থায়ী সফ্টওয়্যার, যা সাধারণত মাদারবোর্ডে থাকে।
-
কম্পিউটার ধাপে ধাপে সমস্ত কাজ সম্পন্ন করতে BIOS-এর নির্দেশনা অনুসরণ করে।
-
পাওয়ার বাটনে চাপ দেওয়া হলে প্রথম যে নির্দেশগুলো কম্পিউটার অনুসরণ করে, তা ইলেকট্রনিক চিপে সংরক্ষিত থাকে।
-
BIOS-এর মাধ্যমে হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়।
-
এটি অপারেটিং সিস্টেম (OS) এবং বাহ্যিক ডিভাইস যেমন মাউস ও কীবোর্ডের তথ্য ব্যবস্থাপনা করে।
-
BIOS-এর নির্দেশ অনুযায়ী প্রসেসর কম্পিউটারের বিভিন্ন উপাদানের সাথে যোগাযোগ স্থাপন ও কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
0
Updated: 1 month ago
একটি কম্পিউটার চালু হলে যে BIOS চিপ থেকে প্রাথমিক নির্দেশনা লোড হয়, সেটি কোথায় অবস্থিত থাকে?
Created: 1 month ago
A
পাওয়ার সাপ্লাই ইউনিটে
B
RAM-এর ভেতরে
C
ক্যাশ মেমরি-এর ভেতরে
D
মাদারবোর্ডে
BIOS (Basic Input/Output System):
-
BIOS হলো কম্পিউটারের প্রাথমিক ইনপুট/আউটপুট সিস্টেম।
-
সংরক্ষণ: সাধারণত ROM (Read Only Memory) বা Flash Memory-তে থাকে এবং মাদারবোর্ডে স্থাপন করা হয়।
-
কার্য: কম্পিউটার Boot হওয়ার পরপরই Run হয় এবং Boot process নিয়ন্ত্রণ করে।
-
প্রকারভেদ: System BIOS, ROM BIOS, PC BIOS নামে পরিচিত।
-
উপাদান: কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপে থাকা নির্দেশনার সমষ্টি।
-
সুবিধা: BIOS এর মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা যায়।
উৎস: ব্রিটানিকা
0
Updated: 1 month ago
BIOS-এর পরিবর্তে বর্তমানে যে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে তা হলো -
Created: 3 weeks ago
A
RAM
B
USB
C
UEFI
D
CMOS
BIOS-এর পরিবর্তে ব্যবহৃত প্রযুক্তি:
-
সঠিক উত্তর: UEFI (Unified Extensible Firmware Interface)
কারণ:
-
UEFI আধুনিক ফার্মওয়্যার ইন্টারফেস, যা BIOS-এর সীমাবদ্ধতা দূর করেছে।
-
দ্রুত বুটিং এবং বড় স্টোরেজ ডিভাইস সমর্থন করে।
-
গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI) এবং মাউস ব্যবহার সম্ভব।
-
Secure Boot ফিচারের মাধ্যমে বুটিং-সময় ম্যালওয়্যার প্রতিরোধ করা যায়।
BIOS সংক্ষেপে:
-
Basic Input/Output System, EPROM-এ সংরক্ষিত।
-
কম্পিউটার চালু হলে CPU BIOS ব্যবহার করে।
-
স্টার্ট-আপের পরে OS এবং peripheral devices-এর মধ্যে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
UEFI সংক্ষেপে:
-
BIOS-এর আধুনিক বিকল্প।
-
বড় স্টোরেজ ড্রাইভ সমর্থন করে।
-
BIOS-এর তুলনায় দ্রুত এবং নিরাপদ।
0
Updated: 3 weeks ago