“ফাঁকা আওয়াজে কাজ আদায়”-এর সমার্থক বাগধারা কোনটি?
A
কলকাঠি নাড়া
B
কুপোকাৎ
C
কথায় চিড়া ভেজা
D
কালে ভদ্রে
উত্তরের বিবরণ
কথায় চিড়া ভিজা - একটি বাগধারা যার মানে ফাঁকা আওয়াজে কাজ আদায় বা ফাঁকা বুলিতে কার্যসাধন।
0
Updated: 1 month ago
’ঘরের শত্রু বিভীষণ’ বাগধারাটির অর্থ-
Created: 2 months ago
A
বন্ধুভাবাপন্ন
B
শত্রু
C
রাবণের ভাই
D
যে গৃহবিবাদ করে
“ঘরের শত্রু বিভীষণ” একটি প্রচলিত বাগধারা।
-
মহাকাব্য রামায়ণ-এ বিভীষণ ছিলেন রাবণের ভাই। তিনি নিজের ভাই রাবণকে ত্যাগ করে শত্রুপক্ষ রামের সঙ্গে যোগ দিয়েছিলেন।
-
সেই থেকে “ঘরের শত্রু বিভীষণ” কথাটি ব্যবহার হয় এমন লোক বোঝাতে, যে নিজ গৃহ, পরিবার, দল বা সম্প্রদায়ের ক্ষতি করে, নিজের লোক হয়েও শত্রুর মতো আচরণ করে।
-
অর্থাৎ, যে ঘরের ভেতর থেকেই বিবাদ ও ক্ষতি করে, তাকেই এই বাগধারায় বোঝানো হয়।
তাই উত্তর: ঘ) যে গৃহবিবাদ করে
0
Updated: 2 months ago
'রামগরুড়ের ছানা' কথাটির অর্থ-
Created: 3 months ago
A
কাল্পনিক জন্তু
B
গোমড়ামুখো লোক
C
মুরগি
D
পুরাণোক্ত পাখি
• ‘রামগরুড়ের ছানা’ বাগ্ধারার অর্থ - গোমড়ামুখো লোক।
এরূপ গুরুত্বপূর্ণ কিছু বাগ্ধারা হলো:
• ‘ধামাধরা’ বাগ্ধারার অর্থ - তোষামোদকারী।
• ‘যমের দোসর’ বাগ্ধারার অর্থ - নিষ্ঠুর ব্যক্তি।
• ‘ভাঁড়ে মা ভবানী’ বাগ্ধারার অর্থ - একেবারে দরিদ্র বা হত দরিদ্র অবস্থা।
• 'বুদ্ধির ঢেঁকি' বাগ্ধারার অর্থ - নির্বোধ লোক।
• ‘ফেকলু পার্টি’ বাগ্ধারার অর্থ - কদরহীন লোক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 3 months ago
‘ছাই চাপা আগুন' কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
গোপন গুণ
B
গোপন দোষ
C
প্রতিশোধের আগুন
D
ক্রোধ দেখানো
বাগধারা এবং অর্থ:
-
ছাই চাপা আগুন → অপ্রকাশিত প্রতিভা, গোপন গুণ
-
বাক্য: মানিক হচ্ছে ছাই চাপা আগুন, তার উন্নতি হবেই।
-
অন্যান্য গুরুত্বপূর্ণ বাগধারা:
-
কালে ভদ্রে → কদাচিৎ
-
ডাকাবুকো → নির্ভীক
-
পায়া ভারি → অহঙ্কার
-
কানকাটা → বেহায়া
-
বকধার্মিক → ভণ্ড
-
ঝিঙেফুল → আয়ু ফুরিয়ে আসা
0
Updated: 1 month ago