“ফাঁকা আওয়াজে কাজ আদায়”-এর সমার্থক বাগধারা কোনটি?
A
কলকাঠি নাড়া
B
কুপোকাৎ
C
কথায় চিড়া ভেজা
D
কালে ভদ্রে
উত্তরের বিবরণ
কথায় চিড়া ভিজা - একটি বাগধারা যার মানে ফাঁকা আওয়াজে কাজ আদায় বা ফাঁকা বুলিতে কার্যসাধন।
0
Updated: 1 month ago
নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
Created: 1 month ago
A
সুখের পায়রা
B
শরতের শিশির
C
দুধের মাছি
D
নিরেট বোকা
সুখের পায়রা, শরতের শিশির, দুধের মাছি - এই তিনটি বাগধারার অর্থ এক, এবং এর অর্থ - সুসময়ের বন্ধু। অপর দিকে নিরেট বোকা বাগধারাটির মানে অপদার্থ।
0
Updated: 1 month ago
'হাতভারী' বাগ্ধারার অর্থ-
Created: 2 weeks ago
A
নিষ্ক্রিয় দর্শক
B
সাধু বেশে অসৎ লোক
C
গম্ভীর প্রকৃতি
D
ব্যয়কুণ্ঠ
• 'হাতভারী' বাগ্ধারার অর্থ - ব্যয়কুণ্ঠ।
অন্যদিকে,
• 'সাক্ষী গোপাল' অর্থ - নিষ্ক্রিয় দর্শক।
• 'রাশভারী' অর্থ - গম্ভীর প্রকৃতি।
• 'ভিজে বেড়াল' অর্থ - সাধু বেশে অসৎ লোক।
0
Updated: 2 weeks ago
‘ইঁদুর কপাল’ – এর বিপরীতার্থক বাগধারা কোনটি?
Created: 1 month ago
A
অদৃষ্টের পরিহাস
B
চাঁদের হাট
C
একাদশে বৃহস্পতি
D
কেউকেটা
‘ইদুর কপালে’ বাগধারাটির অর্থ হলো - মন্দ ভাগ্য, এর বিপরীত বাগধারা হচ্ছে ‘একাদশে বৃহস্পতি’; যার অর্থ সৌভাগ্য বা সৌভাগ্যের বিষয়।
0
Updated: 1 month ago