“ব্যাকরণ” কোন ভাষার শব্দ?
A
বাংলা
B
পর্তুগীজ
C
হিন্দি
D
সংস্কৃত
উত্তরের বিবরণ
ব্যাকরণ = বি + আ + কৃ + অন। ব্যাকরণ শব্দটির বুৎপত্তিগতগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। এটি একটি সংস্কৃত শব্দ।
0
Updated: 1 month ago
নিম্নে কোনটি ”ওষ্ঠ্য ব্যঞ্জন” ধ্বনির উদাহরণ?
Created: 1 month ago
A
ট
B
ব
C
ড়
D
ধ
ওষ্ঠ্য ব্যঞ্জন:
ওষ্ঠ্য ব্যঞ্জন হলো সেই ব্যঞ্জনধ্বনি যা উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে। এগুলোকে দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও বলা হয়।
-
উদাহরণ: প, ফ, ব, ভ, ম
অপরদিকে:
-
মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি: ট, ড়
-
দন্ত্য ব্যঞ্জনধ্বনি: ধ
0
Updated: 4 weeks ago
'ই' উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
Created: 1 month ago
A
বিবৃত
B
অর্ধ-সংবৃত
C
সংবৃত
D
অর্ধ-বিবৃত
স্বরধ্বনি বিভাজন:
স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
-
সংবৃত: [ই], [উ]
-
অর্ধ-সংবৃত: [এ], [ও]
-
অর্ধ-বিবৃত: [অ্যা], [অ]
-
বিবৃত: [আ]
উল্লেখযোগ্য: সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খোলে, আর বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে।
0
Updated: 4 weeks ago
'যতিচিহ্ন' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Created: 1 month ago
A
রূপতত্ত্ব
B
বাক্যতত্ত্ব
C
ধ্বনিতত্ত্ব
D
অর্থতত্ত্ব
বাক্যতত্ত্ব হলো ভাষার এমন একটি শাখা, যেখানে বাক্য এবং তার গঠন, নির্মাণ ও ব্যবহার নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
-
বাক্যতত্ত্বে বাক্যের নির্মাণ ও গঠন প্রধান আলোচ্য বিষয়।
-
এটি ব্যাখ্যা করে বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে।
-
এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বিষয়ও এখানে অন্তর্ভুক্ত।
-
এছাড়া কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বিষয়ও বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।
0
Updated: 1 month ago