নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?
A
বকধার্মিক-বিড়াল তপস্বী
B
মণিকাঞ্চন যোগ-সোনায় সোহাগা
C
ব্যাঙের আধুলি-ব্যাঙের সর্দি
D
অন্ধের যষ্টি-অন্ধের নড়ি
উত্তরের বিবরণ
ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা এই দুইটি বাগধারার মধ্যে কোন মিল নাই।
0
Updated: 1 month ago
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অপদার্থ
B
মূর্খ
C
নিরেট বোকা
D
নিষ্ক্রিয় দর্শক
‘সাক্ষী গোপাল’ বাগধারাটি এমন একজনকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি কোনো ঘটনার সময় উপস্থিত থাকলেও কিছু না বলে চুপচাপ থাকেন, কেবলমাত্র দর্শকের মতো থাকেন—কোনো হস্তক্ষেপ বা প্রতিক্রিয়া দেখান না।
উদাহরণস্বরূপ:
ঘটনার পুরো সময়টা সে ছিল, কিন্তু কিছু বলেনি—ঠিক যেন সাক্ষী গোপাল!
সঠিক উত্তর: ঘ) নিষ্ক্রিয় দর্শক
0
Updated: 2 months ago
‘দহরম মহরম’ – এর বিপরীত বাগধারা কোনটি?
Created: 1 month ago
A
জিলাপির প্যাঁচ
B
অহিনকুল
C
দুধের মাছি
D
বসন্তের কোকিল
‘দহরম - মহরম' বিপরীতার্থক বাগধারা 'অহিনকুল' উল্লেখ্য, অহিনকুল অর্থ ভীষণ শত্রুতা। দুধের মাছি এবং বসন্তের কোকিল অর্থ সুসময়ের বন্ধু। জিলাপির প্যাচ অর্থ কুটিল বুদ্ধি।
0
Updated: 1 month ago
'জবরজং' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
বিপর্যস্ত অবস্থা
B
জমকালো কিন্তু বেমানান
C
পরিপাটি
D
গোলযোগ
জবরজং বাগ্ধারার অর্থ হলো জমকালো কিন্তু বেমানান।
-
উদাহরণ বাক্য: তোমাকে ওই জবরজং পোশাকে একটুও মানায়নি।
অন্যান্য সম্পর্কিত বাগ্ধারা:
-
ঝড়ো কাক: বিপর্যস্ত অবস্থা
-
ডামাডোল: গোলযোগ
-
লেফাফা দুরস্ত: পরিপাটি
0
Updated: 1 month ago