A
স্বাধীনতা নেই
B
গণতন্ত্র নেই
C
সরকার নেই
D
ন্যায়বিচার নেই
উত্তরের বিবরণ
বিরোধী দল
-
জনগণের অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
সরকার যেন জনগণের অধিকার খর্ব করে এমন সিদ্ধান্ত নিতে না পারে, সে বিষয়ে সচেষ্ট থাকে।
-
আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।
-
গণতন্ত্র হলো বিভিন্ন মতামতের সংমিশ্রণ; বিভিন্ন দলের সহাবস্থান অত্যাবশ্যক।
-
শক্তিশালী বিরোধী দলের অভাবে সরকার স্বৈরাচারী হতে পারে।
-
জন স্টুয়ার্ট মিলের উদ্ধৃতি: "যেখানে বিরোধী দল নেই, সেখানে গণতন্ত্র নেই।"
সূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago
’মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ' জারি করেন কে?
Created: 1 day ago
A
ড. শামসুজ্জোহা
B
ইন্দিরা গান্ধী
C
ইস্কান্দার মির্জা
D
আইয়ুব খান
মৌলিক গণতন্ত্র
-
মৌলিক গণতন্ত্র ১৯৬০-এর দশকে জেনারেল আইয়ুব খানের শাসনামলে প্রবর্তিত স্থানীয় সরকার পদ্ধতি।
-
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান মৌলিক গণতন্ত্র আদেশ ১৯৫৯ জারি করেন।
-
প্রাথমিক পর্যায়ে এটি পাঁচ স্তরবিশিষ্ট ব্যবস্থা ছিল।
স্তরসমূহ (নিম্ন থেকে উচ্চ):
-
ইউনিয়ন পরিষদ (পল্লী এলাকা) এবং শহর ও ইউনিয়ন কমিটি (পৌর এলাকা)
-
থানা পরিষদ (পূর্ব পাকিস্তান) / তহশিল পরিষদ (পশ্চিম পাকিস্তান)
-
জেলা পরিষদ
-
বিভাগীয় পরিষদ
-
প্রাদেশিক উন্নয়ন উপদেষ্টা পরিষদ
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago