"চির অশান্তি" বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?
A
ভরাডুবি
B
রাবণের চিতা
C
তামার বিষ
D
আকাশ ভেঙ্গে পড়া
উত্তরের বিবরণ
ভরাডুবি - সর্বনাশ, তামার বিষ - অর্থের কুপ্রভাব, আকাশ ভেঙ্গে পড়া - মহাবিপদ, রাবণের চিতা - চির অশান্তি।
0
Updated: 1 month ago
‘চাঁদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Created: 3 weeks ago
A
বিরাট আয়োজন
B
সৌভাগ্য লাভ
C
সৌভাগ্যের বিষয়
D
আনন্দের প্রাচুর্য
‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ- ‘আনন্দের প্রাচুর্য’, ‘এলাহি কান্ড’ বাগধারাটির অর্থ- ‘বিরাট আয়োজন’, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ- সৌভাগ্যের বিষয়।
0
Updated: 3 weeks ago
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
ষড়যন্ত্র
B
সন্দেহজনক আচরণ
C
ঢাক জোরে বাজানো
D
লুকোচুরি
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটি এমন পরিস্থিতিকে বোঝায়, যেখানে কেউ কিছু লুকানোর চেষ্টা করছে বা পুরো বিষয়টি গোপন রেখে ধোঁয়াশা তৈরি করছে।
এটি সাধারণত সেই ধরনের কাজ বা অবস্থাকে বোঝায়, যেখানে খোলাখুলি কিছু বলা বা করা হচ্ছে না, বরং গোপনে কিছু ঘটছে – যেন কিছু একটা চাপা দেওয়া হচ্ছে।
🔹 উদাহরণ:
"ওদের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু কেউ কিছু বলছে না—পুরো ব্যাপারটাই ঢাক ঢাক গুড় গুড়।"
অর্থাৎ, লুকোচুরি বা গোপনীয়তা বোঝাতে এই বাগধারাটি ব্যবহার করা হয়।
0
Updated: 2 months ago
রাবণের চিতা অর্থ কী?
Created: 1 month ago
A
চির অশান্তি
B
চির শান্তি
C
চির নিদ্রা
D
চির সুখী
রাবণ ছিল রামায়ণের রাক্ষসরাজ। তাকে দহন করার জন্য চিতা জ্বালানো হলে, সেই চিতায় শান্তি নেই—অর্থাৎ আগুন জ্বলতে থাকে, অশান্তি চলতেই থাকে। এজন্য "রাবণের চিতা" বলতে বোঝানো হয় এমন একটি অবস্থা, যেখানে কখনো শান্তি থাকে না, সর্বদা অশান্তি বিরাজ করে।
0
Updated: 1 month ago