"চির অশান্তি" বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?
A
ভরাডুবি
B
রাবণের চিতা
C
তামার বিষ
D
আকাশ ভেঙ্গে পড়া
উত্তরের বিবরণ
ভরাডুবি - সর্বনাশ, তামার বিষ - অর্থের কুপ্রভাব, আকাশ ভেঙ্গে পড়া - মহাবিপদ, রাবণের চিতা - চির অশান্তি।
0
Updated: 1 month ago
কাক ভূষণ্ডির অর্থ কি?
Created: 3 months ago
A
ষড়যন্ত্রকারী
B
বাকসর্বস্ব
C
দীর্ঘ প্রতীক্ষমাণ
D
দীর্ঘায়ু ব্যক্তি
অর্থ এবং ব্যাখ্যা সহ কিছু গুরুত্বপূর্ণ বাগধারা
-
কাক-ভূষণ্ডি: যার অর্থ হয় দীর্ঘায়ু বা দীর্ঘজীবী ব্যক্তি।
-
কেউকেটা: এই বাগধারাটি ব্যবহৃত হয় তুচ্ছ বা গুরুত্বহীন কাউকে বোঝাতে।
-
ভূষণ্ডির কাক: বোঝায় এমন একজন বিচক্ষণ, প্রখর বুদ্ধির অধিকারী ব্যক্তি।
-
কাঁচা পয়সা: নগদ বা হাতে হাতে উপার্জিত অর্থকে বোঝায় এই বাগধারাটি।
-
কেতাদুরস্ত: পরিচ্ছন্ন, পরিপাটি এবং সুশৃঙ্খল থাকার বাগধারা।
-
কাঠের পুতুল: কোনো জীবন্ততা বা প্রাণবন্ততা বঞ্চিত, নির্জীব বা অসার কিছু বোঝাতে ব্যবহৃত হয়।
0
Updated: 3 months ago
উজানের কৈ- বাগ্ধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
তোষামোদকারী
B
নির্ভীক
C
সহজলভ্য
D
নির্বোধ লোক
বাগ্ধারা ও অর্থ
-
উজানের কৈ → সহজলভ্য
-
খয়ের খাঁ → তোষামোদকারী
-
ঢেঁকি অবতার → নিষ্কর্মা ও নির্বোধ লোক
-
ডাকাবুকো → নির্ভীক
0
Updated: 1 month ago
'গাছপাথর' বাগধারাটির অর্থ-
Created: 2 months ago
A
ভূমিকা করা
B
হিসাব-নিকাশ
C
অসম্ভব বস্তু
D
বাড়াবাড়ি করা
'গাছপাথর' বাগ্ধারাটির অর্থ হচ্ছে - হিসাব নিকাশ।
বাক্য গঠন: আমরা সেকেলে, আমাদের বয়সের কি কোনো গাছপাথর আছে!
এরূপ কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা হলো:
• 'কাঠালের আমসত্ব' অর্থ - অসম্ভব বস্তু।
• 'গৌরচন্দ্রিকা' অর্থ - ভূমিকা।
• ‘ব্যাঙের সর্দি’ অর্থ - অসম্ভব ব্যাপার।
• 'কুমিরের সন্নিপাত' অর্থ - অসম্ভব ব্যাপার।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 2 months ago