যা চিরস্থায়ী নয়-
A
অস্থায়ী
B
ক্ষণিক
C
ক্ষণস্থায়ী
D
নশ্বর
উত্তরের বিবরণ
• 'যা চিরস্থায়ী নয়' — এক কথায় প্রকাশ: নশ্বর।
এছাড়াও,
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' — এক কথায় প্রকাশ: নশ্বর।
• আরও কিছু এক কথায় প্রকাশ:
-
'যার স্থায়ী ঠিকানা নেই' — উদ্বাস্তু।
-
'যে বাসস্থান থেকে বিতাড়িত হয়েছে' — উদ্বাস্তু।
-
'যার স্বভাবে নষ্ট হওয়া নেই' — অবিনশ্বর।
-
'যা কখনও নষ্ট হয় না' — অবিনশ্বর।
-
'যা অল্প সময়ের জন্য স্থায়ী' — ক্ষণস্থায়ী।
-
'যা স্থায়ীত্বহীন' — অস্থায়ী।
-
'যার নিজস্ব বাসস্থান নেই' — অনিকেত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে?
Created: 1 week ago
A
ত্বরিৎকর্মা
B
কর্মবীর
C
কর্মপটু
D
কর্মনিষ্ঠ
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ
নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জুগুপ্সা
জানার ইচ্ছা এক কথায় প্রকাশ = জিজ্ঞাসা
যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ = দেদীপ্যমান
পাখির ডাক এক কথায় প্রকাশ = কূজন
সাদরে গ্রহণ এক কথায় প্রকাশ = বরণ
হরিণের চামড়া এক কথায় প্রকাশ = অজিন
যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ = দুর্লভ বা দুষ্প্রাপ্য
অক্ষির সম্মুখে এক কথায় প্রকাশ = প্রত্যক্ষ
ডালিমের কুড়ি এক কথায় প্রকাশ = আনারকলি

0
Updated: 1 week ago
'বসন আগলা যার' এর এক কথায় প্রকাশ -
Created: 1 week ago
A
অবিসংবাদিত
B
অসংবৃত
C
বিবমিষা
D
অবৈতনিক
ChatGPT said:

0
Updated: 1 week ago
'বসে আছে যে' এক কথায় কী বলে?
Created: 3 weeks ago
A
উপবাসক
B
উপবিষ্ট
C
উপবিধি
D
উপবীতী
‘বসে আছে যে’ ও সংশ্লিষ্ট শব্দার্থ
শব্দ / পদ | অর্থ / ব্যাখ্যা |
---|---|
আসীন / উপবিষ্ট | বসে আছে এমন, আসন গ্রহণ করেছে (বিশেষণ) |
উপবাসক | না খেয়ে আছে এমন, অনাহারী, উপবাসকারী |
উপবিধি | প্রধান বা মূল আইনের অন্তর্গত আইন |
উপবীতী | উপবীত বা পইতা ধারণ করেছে, যজ্ঞসূত্রধারী |
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 weeks ago