A
আখতার হামিদ খান
B
খাজা সলিমুল্লাহ
C
নবাব আব্দুল গনি
D
নবাব আব্দুল লতিফ
উত্তরের বিবরণ
নবাব আব্দুল লতিফ (১৮২৮–১৮৯৩)
-
জন্ম: ১৮২৮, রাজাপুর, ফরিদপুর জেলা
-
পিতা: ফকির মাহমুদ, কলকাতার সদর দেওয়ানী আদালতের আইনজীবী
-
শিক্ষা: কলকাতা মাদ্রাসা; আরবি, ফারসি ও ইংরেজিতে সর্বোচ্চ ডিগ্রি
সমাজ সংস্কার ও অবদান:
-
মুসলিম সমাজে শিক্ষা ও আধুনিক চিন্তার প্রসারে কাজ।
-
১৮৬৩: Mohammedan Literary Society প্রতিষ্ঠা; মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক দাবির প্রকাশ।
-
মুসলিমদের জন্য পৃথক শিক্ষা ও চাকরির সুযোগ বৃদ্ধির পক্ষে।
-
বঙ্গভঙ্গ (১৯০৫)-এর আগেই পূর্ববঙ্গের মুসলমানদের উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago