নিচের কোন বানানটি শুদ্ধ?
A
মুহুর্ত
B
মুহুর্ত
C
মূহূর্ত
D
মুহূর্ত
উত্তরের বিবরণ
প্রদত্ত শব্দ গুলির মধ্যে মুহূর্ত বানানটি শুদ্ধ। অন্যান্য অপশনগুলোর বানান ব্যাকরণগত ভুল রয়েছে।
0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 months ago
A
সূচিষ্মিতা
B
সূচিস্মিতা
C
সুচীস্মিতা
D
শুচিস্মিতা
শুচিস্মিতা – একটি অর্থবহ বাংলা শব্দ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘শুচিস্মিতা’ শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ, যার শুদ্ধ বানান শুচিস্মিতা। এই শব্দের পুরুষবাচক রূপ হলো ‘শুচিস্মিত’।
-
শুচিস্মিতা শব্দের অর্থ:
যে নারীর হাসি পবিত্র, মধুর এবং নির্মল—তাকে এক কথায় বলা হয় ‘শুচিস্মিতা’। -
শুচিস্মিত (বিশেষণ) অর্থ:
যিনি মৃদু ও নির্মল হাসির অধিকারী; যার মুখে সর্বদা পবিত্র হাসি বিরাজমান।
এই শব্দগুলোর উৎস হিসেবে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান এবং হায়াৎ মামুদের ভাষা শিক্ষা গ্রন্থ উল্লেখযোগ্য।
0
Updated: 3 months ago
কোন বানানটি সঠিক?
Created: 3 weeks ago
A
মুসুর্ষু
B
মুমূর্ষু
C
মুমুর্সু
D
মুমুসর্ষ
ষত্ব বিধি অনুসারে ই - স্বর ও উ - স্বরের পর ইচ্ছা অর্থে সন প্রত্যয়ের স পরিবর্তিত হয়ে প্রত্যয়ান্ত শব্দে 'ষ' হয়। যেমন - মুমূর্ষু।
0
Updated: 3 weeks ago
নিচের কোন শব্দে মূর্ধন্য ‘ষ’ হবে?
Created: 1 month ago
A
পোস্ট
B
মাস্টার
C
উৎকৃস্ট
D
পুরস্কার
মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার (ষত্ব বিধান)
-
সাধারণ নিয়ম:
-
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই।
-
দেশি, তদ্ভব ও বিদেশি শব্দে ‘ষ’ লেখার প্রয়োজন হয় না।
-
কেবল কিছু তৎসম শব্দে ‘ষ’ ব্যবহৃত হয়।
-
-
নিয়ম ও উদাহরণ:
-
ঋ ও ঋ কারের পরে ‘ষ’ হয়।
উদাহরণ: দৃষ্টি, সৃষ্টি, উৎকৃষ্ট -
র-ধ্বনির পরে অ, আ ব্যতীত অন্য স্বরধ্বনি থাকলে ‘ষ’ হয়।
উদাহরণ: পরিষ্কার -
র-ধ্বনির পরে অ, আ থাকলে ‘স’ হয়।
উদাহরণ: পুরস্কার -
বিদেশি শব্দে ‘ষ’ হয় না।
উদাহরণ: জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট
-
0
Updated: 1 month ago