সাধারণত পত্রের দুটি অংশ থাকে- এগুলো কী?
A
শিরোনাম ও পত্রগর্ভ
B
প্রেরক ও প্রাপকের ঠিকানা
C
লেখকের স্বাক্ষর ও নাম
D
প্রেরকের ঠিকানা
উত্তরের বিবরণ
সাধারণত পত্রের দুইটি অংশ থাকে। যেমন: ১/শিরোনাম: শিরোনামের দুইটি অংশ থাকে। শিরোনামের মূল অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। ২/পত্রগর্ভ:পত্রগর্ভকে পত্রের মূল অংশ বলা হয়।
0
Updated: 1 month ago
'দেখা যায় না এমন' এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
ভূতপূর্ব
B
অদৃশ্য
C
অদৃষ্ট
D
অদৃষ্টপূর্ব
শব্দার্থ ও তাদের অর্থ
-
দেখা যায় না এমন, দৃষ্টির অগোচর – অদৃশ্য
-
যা পূর্বে ছিল এখন নেই – ভূতপূর্ব
-
দেখা হয়নি এমন – অদৃষ্ট
-
যা পূর্বে দেখা যায় নি এমন – অদৃষ্টপূর্ব
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি অপপ্রয়োগ?
Created: 1 month ago
A
জ্ঞানবান
B
অধীন
C
গণনীয়
D
ঘূর্ণীয়মান
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি
| অশুদ্ধ শব্দ | শুদ্ধ শব্দ |
|---|---|
| আবশ্যকীয় | আবশ্যক |
| একত্রিত | একত্র |
| অধীনস্থ | অধীন |
| করিতকর্মী | করিতকর্মা |
| গণ্যনীয় | গণনীয় |
| জ্ঞানমান | জ্ঞানবান |
| ঘূর্ণীয়মান | ঘূর্ণায়মান |
| পুজ্য | পূজ্য |
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়?
Created: 1 month ago
A
ক্রিয়া বিশেষণ
B
শব্দজোড়
C
কারক বিশ্লেষণ
D
যতিচিহ্ন
বাংলা ব্যাকরণে অর্থতত্ত্ব হলো এমন একটি অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। এতে শব্দার্থ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোড়, বাগধারা এবং অর্থগত ব্যঞ্জনা অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে, বাক্যতত্ত্ব ও রূপতত্ত্বে ভিন্ন ভিন্ন বিষয় আলোচিত হয়।
-
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
-
শব্দ, বর্গ ও বাক্যের অর্থ
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়: যতিচিহ্ন, কারক বিশ্লেষণ
-
রূপতত্ত্বের আলোচ্য বিষয়: ক্রিয়া বিশেষণ
উৎস:
0
Updated: 1 month ago