সাধারণত পত্রের দুটি অংশ থাকে- এগুলো কী?
A
শিরোনাম ও পত্রগর্ভ
B
প্রেরক ও প্রাপকের ঠিকানা
C
লেখকের স্বাক্ষর ও নাম
D
প্রেরকের ঠিকানা
উত্তরের বিবরণ
সাধারণত পত্রের দুইটি অংশ থাকে। যেমন: ১/শিরোনাম: শিরোনামের দুইটি অংশ থাকে। শিরোনামের মূল অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। ২/পত্রগর্ভ:পত্রগর্ভকে পত্রের মূল অংশ বলা হয়।
0
Updated: 1 month ago
অভিধানে ং, ঃ, ঁ, - এই বর্ণগুলোর অবস্থান কোথায়?
Created: 1 month ago
A
স্বরবর্ণের আগে
B
স্বরবর্ণের শেষে
C
ব্যঞ্জনবর্ণের শেষে
D
এদের নির্দিষ্ট অবস্থান নেই
বাংলা একাডেমি অভিধানে বর্ণগুলোর বিন্যাস বিশেষ নিয়ম অনুসরণ করে, যা বাংলা ভাষার ধ্বনিগত বৈশিষ্ট্য এবং ব্যাকরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই বিন্যাসে হসযুক্ত ব্যঞ্জন, যুক্তব্যঞ্জন, অনুস্বার, বিসর্গ ও চন্দ্রবিন্দু এবং কিছু ব্যঞ্জনের অবস্থান নির্দিষ্টভাবে নির্ধারিত।
• ড় এবং ঢ় - ড়কে ড-এর পরে, ঢ়-কে ঢ-এর পরে বিন্যস্ত করা হয়েছে।
• হসযুক্ত ব্যঞ্জন - হসযুক্ত ব্যঞ্জনকে তার অব্যবহিত পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্তব্যঞ্জনরূপে বিবেচনা করা হয়।
• ৎ (= ত্) - স্বরযুক্ত ত-এর পরে এবং ত-এর সঙ্গে যুক্ত ব্যঞ্জনের অব্যবহিত পূর্বে স্থান নির্ধারণ করা হয়েছে।
• অন্যান্য হসযুক্ত ব্যঞ্জন - একই নীতি অনুসরণ করা হয়েছে।
• য় - য-এর পরে বিন্যস্ত করা হয়েছে।
• অনুস্বার (ং), বিসর্গ (ঃ) ও চন্দ্রবিন্দু (ঁ) - স্বরবর্ণের পরে এবং ব্যঞ্জনবর্ণের পূর্বে বিন্যাস করা হয়েছে।
0
Updated: 1 month ago
বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?
Created: 1 month ago
A
চুক্তিপত্র
B
বায়নানামা
C
দলিলপত্র
D
বাণিজ্যকপত্র
বৈষয়িক বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে বলে দলিলপত্র। যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য তাকে দলিলপত্র বলে।
তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন তাকে সাধারণ ভাবে দলিলপত্র বলে।
0
Updated: 1 month ago
'হেড মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?
Created: 2 months ago
A
ইংরেজি + ফার্সি
B
ইংরেজি + আরবি
C
তুর্কি + আরবি
D
ইংরেজি + পর্তুগিজ
হেড-মৌলভী
শব্দগঠন: হেড (ইংরেজি) + মৌলভী (আরবি)
🔹 বাংলা ব্যাকরণ (মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০১৯ সংস্করণ):
এখানে বলা হয়েছে, হেড-মৌলভী গঠিত হয়েছে ইংরেজি ও ফারসি শব্দের যোগে।
🔹 বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে:
এখানে উল্লেখ আছে, হেড-মৌলভী গঠিত হয়েছে ইংরেজি ও আরবি শব্দের যোগে।
শব্দার্থ:
-
হেড (ইংরেজি) → বিশেষণ: প্রধান, নেতা; বিশেষ্য: মাথা
-
মৌলভী (আরবি) → বিশেষ্য: ইসলামি ধর্মশাস্ত্র ও আরবি ভাষায় দক্ষ ব্যক্তি
সুতরাং, “হেড-মৌলভী” শব্দটির উৎস ও বিশ্লেষণ নিয়ে দুটি ভিন্ন মত পাওয়া যায়—
-
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণে: ইংরেজি + ফারসি
-
বাংলা একাডেমি অভিধানে: ইংরেজি + আরবি
0
Updated: 2 months ago