“চাপসৃষ্টিকারী গোষ্ঠী হল এমন একটি গোষ্ঠী যার সদস্যগণ 'অংশীদারী মনোভাবের' দ্বারা আবদ্ধ।" উক্তিটি কার?
A
অ্যালেন পটার
B
অ্যালমন্ড গ্যাব্রিয়েল
C
অ্যালান বল
D
এইচ জিগলার
উত্তরের বিবরণ
চাপসৃষ্টিকারী গোষ্ঠী (সংগঠিত গোষ্ঠী)
-
অ্যালেন পটার: চাপসৃষ্টিকারী গোষ্ঠীর পরিবর্তে ‘সংগঠিত গোষ্ঠী’ শব্দ ব্যবহার পক্ষে; গোষ্ঠীর সংগঠনের ব্যাপকতা আরও ভালোভাবে বোঝানো যায়।
-
অ্যালান বল: “চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যগণ ‘অংশীদারী মনোভাবের’ দ্বারা আবদ্ধ।”
অপরিভাষা ও সংজ্ঞা:
-
এইচ. জিগলার: এমন একটি সংগঠিত ব্যক্তি সমষ্টি যার সদস্যগণ সরকারি ক্ষমতায় সরাসরি অংশগ্রহণ করে না; লক্ষ্য সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করা।
-
অ্যালমন্ড, গ্যাব্রিয়েল ও জি. পাওয়েল: স্বার্থগোষ্ঠী হল নির্দিষ্ট স্বার্থের বন্ধনে আবদ্ধ বা সুযোগ-সুবিধা দ্বারা সংযুক্ত ব্যক্তিসমষ্টি, যারা এ বন্ধনের বিষয়ে সচেতন।
সূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago