বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
প্যারীচাঁদ মিত্র
D
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। এ গ্রন্থে তিনি জ্যোতিবা বিরাম চিহ্নের সফল ব্যবহার করেন।
0
Updated: 1 month ago
কমা (Comma)- এর বাংলা কী?
Created: 2 months ago
A
পূর্ণচ্ছেদ
B
দৃষ্টান্তছেদ
C
পাদচ্ছেদ
D
অর্ধচ্ছেদ
কমা (,) হলো একটি বিরামচিহ্ন।
এর কাজ হলো বাক্যের মধ্যে অল্প বিরতি বা থামা বোঝানো।
বাংলা ভাষায় Comma (,)-কে "অর্ধচ্ছেদ" বলা হয়।
কেন "অর্ধচ্ছেদ"?
-
কারণ "পূর্ণচ্ছেদ (।)" সম্পূর্ণ বিরতি নির্দেশ করে।
-
আর কমা (,) নির্দেশ করে আংশিক বিরতি বা অর্ধেক ছেদ।
-
তাই একে অর্ধচ্ছেদ বলা হয়।
0
Updated: 2 months ago
বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কতটি?
Created: 1 month ago
A
৯টি
B
১০টি
C
১১টি
D
১২টি
বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১৫ টি নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী। পুরাতন নবম দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী ১২টি (এটাই গ্রহণযোগ্য)। অন্যান্য ব্যাকরণে দেওয়া ১২টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতে যতি বা ছেদ চিহ্ন ১৩টি।
0
Updated: 1 month ago
শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
সেমিকোলন
B
কমা
C
হাইফেন
D
কোলন
যতিচিহ্ন (Punctuation Marks) ও তাদের ব্যবহার
১. কমা (,)
-
ব্যবহার: সামান্য বিরতি নির্দেশ করতে, শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে।
-
উদাহরণ:
-
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
-
নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
-
সুজন, দেখ তো কে এসেছে।
-
কাল তুমি যাকে দেখেছ, তিনি আমার বাবা।
-
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "পাপকে ঠেকাবার জন্যে কিছুনা করাই তো পাপ।"
-
২. হাইফেন (-)
-
ব্যবহার: একাধিক পদকে সংযুক্ত করতে।
-
উদাহরণ:
-
মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড়ো গৌরব।
-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম সড়ক।
-
৩. সেমিকোলন (;)
-
ব্যবহার:
-
স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বাক্যকে একত্রিত করতে।
-
একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে।
-
-
উদাহরণ:
-
সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।
-
আমরা ভ্রমণে যাবো: কক্সবাজার; সিলেট; সুন্দরবন।
-
৪. কোলন (:)
-
ব্যবহার:
-
প্রথম অংশে উল্লেখিত বিষয়ের ব্যাখ্যা বা উদাহরণ প্রদর্শনে।
-
-
উদাহরণ:
-
ভাষার দুটি রূপ: কথ্য ও লেখ্য।
-
আমাদের জাতীয় চার নেতা: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও কামারুজ্জামান।
-
0
Updated: 1 month ago