‘Intellectual’ শব্দের বাংলা অর্থ-
A
বুদ্ধিমান
B
বুদ্ধিজীবী
C
মননশীল
D
মেধাবী
উত্তরের বিবরণ
• 'Intellectual' শব্দটির বাংলা পরিভাষা হলো—বুদ্ধিবাদী ও বুদ্ধিজীবী।
অন্যদিকে,
• Intelligent অনুবাদ করা হয় ‘বুদ্ধিমান’,
• Thoughtful বোঝায় ‘মননশীল’,
• আর Talented অর্থ ‘মেধাবী’।
উৎস: বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।

0
Updated: 3 months ago
'অনীক' শব্দের অর্থ -
Created: 1 month ago
A
সূর্য
B
সমুদ্র
C
যুদ্ধক্ষেত্র
D
সৈনিক
‘অনীক’ শব্দের অর্থ - সৈনিক বা সেনাবাহিনী।
• অনীক (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √অন্+ঈক
অর্থ:
- যুদ্ধ।
- সেনাবাহিনী।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 1 month ago
‘Autonomous’ শব্দের অর্থ –
Created: 1 week ago
A
স্বাক্ষর
B
স্বায়ত্তশাসিত
C
সত্যায়িত
D
সংশোধিত
'Autonomous' শব্দের অর্থ 'স্বায়ত্তশাসিত' । স্বাক্ষর অর্থ দস্তখত। সত্যায়িত অর্থ সত্য বলে প্রমাণ করা । সংশোধিত অর্থ সংশোধন করা হয়েছে এমন।

0
Updated: 1 week ago
’দ্যুলোক’ শব্দের অর্থ –
Created: 2 weeks ago
A
আকাশ
B
বাতাস
C
পৃথিবী
D
পাতাল
সঠিক উত্তর: ক) আকাশ
দ্যু (সংস্কৃত ধাতু) শব্দের অর্থ হলো আলো, জ্যোতি বা আকাশ।
লোক মানে স্থান বা জগৎ।
অতএব দ্যুলোক শব্দের অর্থ দাঁড়ায়— আলোকময় জগৎ বা আকাশলোক।
দ্যুলোক বলতে দেবতাদের বাসস্থান (স্বর্গ/আকাশ) বোঝায়।
তাই এর অর্থ হলো আকাশ।

0
Updated: 2 weeks ago