A
বহুবিবাহ
B
বাল্যবিবাহ
C
সতীদাহ প্রথা
D
দাসপ্রথা
উত্তরের বিবরণ
রাজা রামমোহন রায় (১৭৭২/৭৪–১৮৩৩)
-
উপাধি: ভারতীয় রেনেসাঁর জনক
-
জন্ম: ২২ মে ১৭৭২/৭৪, রাধানগর, হুগলি, পশ্চিমবঙ্গ
-
মৃত্যু: ২৭ সেপ্টেম্বর ১৮৩৩, ব্রিস্টল, ইংল্যান্ড
-
পেশা: সমাজ সংস্কারক, চিন্তাবিদ, ভাষাবিদ, ধর্মতত্ত্ববিদ
প্রধান অবদান:
-
সতীদাহ প্রথা বিলুপ্তি ও জাতিভেদ ও কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান।
-
একেশ্বরবাদ প্রচার ও প্রতিমা পূজার বিরোধিতা।
-
আধুনিক শিক্ষার প্রসার, ইংরেজি ও বাংলা ব্যাকরণ রচনা।
-
১৮২৮ সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা।
রাজনৈতিক ও আন্তর্জাতিক ভূমিকা:
-
মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ কর্তৃক “রাজা” উপাধি লাভ।
-
ইউরোপীয় উদার চিন্তাধারার সঙ্গে পরিচিত হয়ে তা ভারতীয় সমাজে প্রয়োগ।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago