A
হাজী মুহাম্মদ মুহসিন
B
সৈয়দ নজরুল ইসলাম
C
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
D
মাওলানা ভাসানী
উত্তরের বিবরণ
হোসেন শহীদ সোহরাওয়ার্দী (১৮৯২–১৯৬৩)
-
উপাধি: গণতন্ত্রের মানসপুত্র
-
জন্ম: ১৮৯২, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত
-
মৃত্যু: ৫ ডিসেম্বর ১৯৬৩, বৈরুত, লেবানন
-
পেশা: আইনজীবী, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক
রাজনৈতিক জীবন:
-
১৯২৪: বেঙ্গল প্যাক্টের সমর্থনে সক্রিয় ভূমিকা পালন।
-
১৯৩৭: বঙ্গীয় আইনসভায় নির্বাচিত সদস্য।
-
১৯৪৬: অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন।
-
১৯৫৬: পাকিস্তানের প্রধানমন্ত্রী (ছয় মাসের জন্য)।
-
১৯৫৭: আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত।
-
১৯৬২: পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদান।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago