চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি?
A
দলীয় সংগঠন থাকা
B
নির্বাচনে অংশগ্রহণ করা
C
রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করা
D
দলীয় সংগঠন না থাকা
উত্তরের বিবরণ
চাপসৃষ্টিকারী গোষ্ঠী
-
কোন দলীয় সংগঠন নেই; নির্দলীয় সংগঠন।
-
লক্ষ্য: রাজনৈতিক ক্ষমতা গ্রহণ নয়, বরং সরকারের ওপর চাপ প্রয়োগ করে নিজেদের স্বার্থ বা দাবি আদায় করা।
-
দলের মতো কর্মসূচি নেই; শুধু গোষ্ঠীর স্বার্থ পূরণের জন্য চাপ প্রয়োগ করে।
-
নির্বাচনে প্রার্থী দেয় না এবং সরাসরি প্রচারণা চালায় না।
-
অনেক সময় পছন্দের প্রার্থীকে অর্থ বা জনবল দিয়ে সহযোগিতা করে।
-
কিছু দেশে কখনও কখনও পছন্দের দলের পক্ষে প্রকাশ্য অবস্থান নেয়।
সূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
রাজনৈতিক দল গড়ে উঠে -
Created: 2 months ago
A
স্বজাতিবোধের ভিত্তিতে
B
অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে
C
নীতি ও কর্মসূচির ভিত্তিতে
D
উপরের সবগুলো
রাজনৈতিক দল
-
নীতি ও কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক দল গড়ে উঠে।
-
সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে কেন্দ্র করেই রাজনৈতিক দলের সৃষ্টি হয়।
-
সাধারণত বহুমুখী ও ব্যাপক সামাজিক অথবা জাতীয় স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে।
-
বহু ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দায়িত্ব রাজনৈতিক দলের কর্মসূচির অন্তর্ভুক্ত থাকে।
-
রাজনৈতিক দলের মূল লক্ষ্য ও বিবেচ্য বিষয় হলো বৃহত্তর জাতীয় ও সামাজিক স্বার্থ সাধন।
-
রাজনৈতিক দলের কার্যক্রম জাতীয় জীবনের প্রায় সব ক্ষেত্রেই বিস্তৃত।
সূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago
নিচের কোনটি সুশীল সমাজের অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
রাজনৈতিক দল
B
পেশাজীবী গোষ্ঠী
C
নাগরিক সংগঠন
D
গণমাধ্যম
সুশীল সমাজ ও রাজনৈতিক দল
১. সুশীল সমাজে অন্তর্ভুক্ত নয় এমন প্রতিষ্ঠান:
-
রাজনৈতিক দলগুলো সাধারণত সুশীল সমাজের অন্তর্ভুক্ত নয়, কারণ তারা সরাসরি রাষ্ট্রের সঙ্গে জড়িত।
-
সুশীল সমাজ রাষ্ট্রের বাইরে বা স্বাধীনভাবে কাজ করে।
২. সুশীল সমাজের অংশ:
-
সমাজ ও মানবতাবাদী কর্মকাণ্ডে নিয়োজিত বিভিন্ন সংগঠন।
-
অন্তর্ভুক্ত: এনজিও, গণমাধ্যম, সামাজিক ও ধর্মীয় সংগঠন, পেশাজীবী গোষ্ঠী, জনগণের বিভিন্ন সংগঠন।
-
এরা রাষ্ট্রীয় কাঠামোর বাইরে থেকে সমাজ ও রাষ্ট্র সংক্রান্ত মতামত প্রকাশ করে ও কাজ করে।
সূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে সাধারণত কী ধরনের সম্পর্ক থাকে?
Created: 1 month ago
A
আদর্শ ও ব্যবসায়িক সম্পর্ক
B
আদর্শ ও নীতিগত সম্পর্ক
C
আদর্শ ও পারিবারিক সম্পর্ক
D
আদর্শ ও জাতিগত সম্পর্ক
রাজনৈতিক দলের বৈশিষ্ট্য:
-
রাজনৈতিক দল হলো কিছু সংখ্যক মানুষের একটি রাজনৈতিক সংগঠন।
-
সদস্যগণ সাধারণ আদর্শ ও লক্ষ্য দ্বারা একত্রিত হয়ে কাজ করে।
-
দল নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করার চেষ্টা করে।
-
জনমতের দিকে লক্ষ্য রেখে দল কর্মসূচি প্রণয়ন, প্রচার ও নির্বাচনে প্রার্থী মনোনয়ন করে।
-
দল নিজস্ব স্বার্থ সংরক্ষণ করে, তবে জাতীয় স্বার্থও বিবেচনা করে।
-
সংগঠন, কর্মসূচি ও ক্ষমতালাভ হলো রাজনৈতিক দলের মূল বৈশিষ্ট্য।
সারসংক্ষেপ:
রাজনৈতিক দল হলো মানুষের একত্রিত হওয়া সংগঠন, যা সাধারণ আদর্শ, কর্মসূচি ও ক্ষমতার লক্ষ্য নিয়ে কাজ করে এবং নিজেদের স্বার্থ ও জাতীয় স্বার্থ সংরক্ষণে সচেষ্ট থাকে।
0
Updated: 1 month ago