যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
A
কোলন
B
সেমিকোলন
C
ড্যাশ
D
হাইেফন
উত্তরের বিবরণ
যৌগিক ও মিশ্র বাক্যে দুই বা তারচেয়েও বেশি পৃথক বাক্য লেখার সময় তাদের মধ্যে সমন্বয় সাধন করতে ড্যাস চিহ্ন ব্যবহার করা যায়। যেমন - তোমরা দরিদ্রের উপকার কর - এতে তোমাদের সম্মান যাবে না - বাড়বে।
কোলন : একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়। যেমন - সভায় ঠিক করা হল : এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।
সেমিকোলন (;) : কমার চেয়ে বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম বিরতি দেয়ার জন্য সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন - আমরা সবাই সবাইকে ভালবাসি; আসলেই কি সবাই ভালবাসি?
হাইফেন বা সংযোগ চিহ্ন : সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। অর্থাৎ, দুটি পদ একসঙ্গে লিখতে গেলে হাইফেন দিয়ে লিখতে হয়। যেমন - সুখ - দুঃখ, মা - বাবা।

0
Updated: 1 day ago
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ড বাক্যের শেষে) বসাতে হবে –
Created: 5 days ago
A
কমা
B
কোলন
C
কোলন ড্যাস
D
হাইফেন
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খন্ড বাক্যের শেষে) কমা বসাতে হবে। যেমন - অধ্যক্ষ বললেন, "ছুটি পাবেন না। "

0
Updated: 5 days ago
বাড়ী বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?
Created: 3 days ago
A
দাঁড়ি
B
সেমিকোলন
C
কোলন
D
কমা
বাক্য পাঠকালে সুস্পষ্টতা দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে যেমন - ৬৮, নবাব সিরাজউদৌলা রোড, কুষ্টিয়া - ৭০০০।

0
Updated: 3 days ago
কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই?
Created: 3 days ago
A
হাইফেন
B
কমা
C
সেমিকোলন
D
কোলন
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল: ১. কমা – ১ (এক) বলতে যে সময় প্রয়োজন। ২. সেমিকোলন – ১ বলার দ্বিগুণ সময়। ৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ – এক সেকেন্ড। ৪. প্রশ্নবোধক চিহ্ন – এক সেকেন্ড। ৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন – এক সেকেন্ড। ৬. কোলন – এক সেকেন্ড। ৭. ড্যাস – এক সেকেন্ড। ৮. কোলন ড্যাস – এক সেকেন্ড। ৯. হাইফেন – থামার প্রয়োজন নেই। ১০. ইলেক বা লোপ চিহ্ন – থামার প্রয়োজন নেই। ১১. একক উদ্ধৃতি চিহ্ন – ‘এক’ উচ্চরণে যে সময় লাগে। ১২. যুগল উদ্ধৃতি চিহ্ন – ‘এক’ উচ্চরণে যে সময় লাগে। ১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) – থামার প্রয়োজন নেই। ১৪. ধাতু দ্যোতক চিহ্ন – থামার প্রয়োজন নেই।

0
Updated: 3 days ago