A
মূলছত্র
B
অলঙ্কার
C
উপমা
D
তথ্য
উত্তরের বিবরণ
ভাবসম্প্রসারণ লেখার সময় কোনোরকম শিরোনাম দেওয়ার দরকার পড়ে না। লেখকের বা কবির নামও উলেখ করতে হয় না। কিংবা ব্যাখ্যার মতো ‘কবি বলেছেন’ ধরনের বাক্যাংশ ব্যবহার করতে হয় না। ভাব - সম্প্রসারণে মূল ছত্র হুবুহু ব্যবহৃত হওয়া উচিত নয় । ভাবসম্প্রসারণের জন্য দেওয়া কথাটিতে সাধারণত প্রকাশ্য বক্তব্যের আড়ালে গভীর ভাবসত্য লুকিয়ে থাকে।
যেমন: ‘সবুরে মেওয়া ফলে’ কথাটির আক্ষরিক অর্থ ‘গাছের ফল পেতে হলে অপেক্ষা করতে হয়। কিন্তু এর গভীর ভাবসত্য হলো জীবনে সাফল্য অর্জন করতে হলে চাই ধৈর্য, প্রচেষ্টা ও পরিশ্রম। ভাবসম্প্রসারণ করার সময় প্রথমে প্রকাশ্য বা আক্ষরিক অর্থের দিকটি বলে পরে অন্তর্নিহিত ভাবটি বর্ণনা করতে হয়।

0
Updated: 1 day ago
‘Invoice’ এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?
Created: 3 days ago
A
চালান
B
পণ্যাগার
C
শুল্ক
D
বিনিয়োগ
Invoice হলো ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ নথি। এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেনের প্রমাণস্বরূপ দেওয়া হয়, যেখানে বিক্রিত পণ্য বা সেবার মূল্য, পরিমাণ, তারিখ, শর্তাবলী ইত্যাদি উল্লেখ থাকে। বাংলায় এর পারিভাষিক রূপ হলো চালান।
-
চালান: ক্রয়-বিক্রয় লেনদেনের কাগজ বা রশিদ, যা Invoice এর যথার্থ বাংলা প্রতিশব্দ।
-
পণ্যাগার: যেখানে পণ্য মজুদ থাকে, অর্থাৎ গুদামঘর। Invoice এর সাথে সম্পর্কিত নয়।
-
শুল্ক: আমদানি-রপ্তানির উপর সরকারের আরোপিত কর।
-
বিনিয়োগ: মুনাফার আশায় অর্থ, সম্পদ বা শ্রম ব্যয় করা।
তাই, Invoice = চালান।

0
Updated: 3 days ago
'Consumer goods'-এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
Created: 1 month ago
A
ভোক্তার কল্যাণ
B
ভোগ্যপণ্য
C
ক্রয়কৃত পণ্য
D
ক্রেতার গুণাগুণ
'Consumer goods' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভোগ্যপণ্য।
‘ভোগ্যপণ্য’ অর্থ: যা সরাসরি মানুষের প্রয়োজন মেটায় যেমন খাদ্য, পোশাক ইত্যাদি
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Manual’ শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।
• ‘Manuscript’ শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।
• ‘Gazette’ শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র।
• ‘Idealism’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
• ‘Idiom’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগধারা।
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।

0
Updated: 1 month ago
কোনটি অপপ্রয়োগ?
Created: 1 day ago
A
জ্ঞানবান
B
অধীন
C
গণনীয়
D
ঘূর্ণীয়মান
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি
অশুদ্ধ শব্দ | শুদ্ধ শব্দ |
---|---|
আবশ্যকীয় | আবশ্যক |
একত্রিত | একত্র |
অধীনস্থ | অধীন |
করিতকর্মী | করিতকর্মা |
গণ্যনীয় | গণনীয় |
জ্ঞানমান | জ্ঞানবান |
ঘূর্ণীয়মান | ঘূর্ণায়মান |
পুজ্য | পূজ্য |
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 day ago