বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা থেকে?
A
ভারতীয় আর্য
B
সংস্কৃত
C
ইন্দো-ইউরোপীয়
D
বঙ্গ কামরুপী
উত্তরের বিবরণ
বাংলা ভাষার উৎপত্তি: ইন্দো ইউরোপীয় → শতম → ইন্দো আর্য → ভারতীয় → প্রাচীন ভারতীয় আর্যভাষা → প্রাচীন কথ্য ভারতীয় আর্যভাষা → গৌড়ী প্রাকৃত → গৌড় অপভ্রংশ → বঙ্গ কামরূপী → বাংলা ও অসমীয়।
0
Updated: 1 month ago
কোনটি দেশী শব্দ?
Created: 1 month ago
A
গিন্নি
B
কৃপণ
C
টোপর
D
মাথা
চোঙ্গা, টোপর, ডাব, ডিঙ্গা, টোক, কুড়ি, পেট ইত্যাদি দেশি শব্দ ।
0
Updated: 1 month ago
সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে-
Created: 3 weeks ago
A
বাগ্বিধি
B
সমার্থক শব্দ
C
ভিন্নার্থক শব্দ
D
বিপরীতার্থক শব্দ
বাংলা ভাষায় এমন বহু শব্দ আছে, যাদের আভিধানিক অর্থের সঙ্গে ব্যবহারিক অর্থের যথেষ্ট প্রভেদ আছে বা মিল নেই। এই পদ্ধতি কে বাগ্বিধি বলে। যেমন: ছাত্রটির মাথা ভালো। এখানে মাথা বলতে দেহের অঙ্গবিশেষ বোঝায় না, বোঝায় মেধা।
0
Updated: 3 weeks ago
কালি ও কলম কী?
Created: 2 months ago
A
উপন্যাস
B
কাব্যগ্রন্থ
C
পত্রিকা
D
প্রবন্ধ
কলকাতা থেকে ১৯২৬ খ্রিষ্টাব্দ থেকে মাসিক কালিকলম সচিত্র সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন মুরলীধর বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্র। পরবর্তীতে শৈলজানন্দ মুখোপাধ্যায় দীর্ঘদিন সম্পাদনা করেন। পত্রিকাটি কলকাতা কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সি থেকে প্রকাশিত।
0
Updated: 2 months ago