যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
A
কোলন
B
সেমিকোলন
C
ড্যাশ
D
হাইেফন
উত্তরের বিবরণ
যৌগিক ও মিশ্র বাক্যে দুই বা তারচেয়েও বেশি পৃথক বাক্য লেখার সময় তাদের মধ্যে সমন্বয় সাধন করতে ড্যাস চিহ্ন ব্যবহার করা যায়। যেমন - তোমরা দরিদ্রের উপকার কর - এতে তোমাদের সম্মান যাবে না - বাড়বে।
কোলন : একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়। যেমন - সভায় ঠিক করা হল : এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।
সেমিকোলন (;) : কমার চেয়ে বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম বিরতি দেয়ার জন্য সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন - আমরা সবাই সবাইকে ভালবাসি; আসলেই কি সবাই ভালবাসি?
হাইফেন বা সংযোগ চিহ্ন : সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। অর্থাৎ, দুটি পদ একসঙ্গে লিখতে গেলে হাইফেন দিয়ে লিখতে হয়। যেমন - সুখ - দুঃখ, মা - বাবা।
0
Updated: 1 month ago
প্রান্তিক বিরাম চিন্হ কি?
Created: 1 month ago
A
কমা
B
ড্যাশ
C
সেমিকেলন
D
প্রশ্নচিহ্ন
প্রান্তিক বিরামচিহ্ন ৩টি। যথাঃ ১. দাড়ি/পূর্ণচ্ছেদ (।) ২. প্রশ্ন/জিজ্ঞাসা চিহ্ন (?) ৩. আশ্চর্য/বিস্ময় চিহ্ন (!)
0
Updated: 1 month ago
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
কোলন
B
সেমিকোলন
C
কমা
D
হাইফেন
হাইফেন (-): দুটি শব্দকে এক করতে কিংবা সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago
তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয়?
Created: 1 month ago
A
সেমিকোলন
B
কমা
C
দাঁড়ি
D
কোলন
মাসের তারিখ লিখতে বার ও মাসের পর "কমা" বসবে। যেমন: ১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন। আর কমা থাকলে ১ (এক) বলতে যে সময় প্রয়োজন ততক্ষণ থামতে হয়।
0
Updated: 1 month ago