কোনটি ভাবসম্প্রসারেণর বৈশিষ্ট নয়?
A
একাধিক অনুচ্ছেদ
B
বাক্যের পুনরাবৃত্তি
C
প্রবাদ প্রবচেনর ব্যবহার
D
অভিমত প্রদান
উত্তরের বিবরণ
ভাবসম্প্রসারণের বৈশিষ্ট্য নয় - বাক্যের পুনারাবৃত্তি করা। কোন মূলভাব বা মূল বক্তব্যকে ব্যাখা বিশ্লেষণ করে সহজ সরল ভাষায় উপস্থাপন করাকে ভাব সম্প্রসারণ বলে। ভাব সম্প্রসারণ লেখার সময় কতগুলা নিয়ম মানতে হয়। যেমন:
১/মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য। - তিনটি অনুচ্ছেদ এ লেখা।
২/বাক্যের পুনারাবৃত্তি না ঘটা
৩/উক্তির ব্যবহার না করা।
৪/অনাকাঙ্ক্ষিত বাক্য ব্যবহার করে মূল ভাবকে বড় করা।
৫/ব্যাখার ভাষা সহজ, সরল, সাবলীল করা।
0
Updated: 1 month ago
কোন শব্দে সমাস-ঘটিত অশুদ্ধি ঘটেছে?
Created: 3 weeks ago
A
কৃপণতা
B
সুবুদ্ধিমান
C
স্বতন্ত্রতা
D
অধৈর্যতা
সমাস-ঘটিত অশুদ্ধি হলো সুবুদ্ধিমান, যার শুদ্ধ রূপ হলো সুবুদ্ধি। এই ক্ষেত্রে ‘মান’ যুক্ত করা অনর্থক ও অপ্রয়োজনীয়।
অন্যদিকে—
-
‘তা’ প্রত্যয় ঘটিত অপপ্রয়োগ হয়েছে অধৈর্যতা শব্দে। এর শুদ্ধ রূপ হলো অধৈর্য বা ধীরতা।
-
স্বতন্ত্রতা এবং কৃপণতা শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।
0
Updated: 3 weeks ago
নিচের কোন শব্দটির পুরুষ বাচক শব্দ নেই?
Created: 1 month ago
A
বাদী
B
দাত্রী
C
তাদৃশী
D
ডাইনী
নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রী বাচক শব্দ বোঝায়। নিত্য স্ত্রী বাচক শব্দের কখনো পুরুষ বাচক শব্দ হয়না। যেমন - সতীন, কুলটা, বিমাতা, পোয়াতী, সধবা, বিধবা, ডাইনি ইত্যাদি।
0
Updated: 1 month ago
’রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ।’- চর্যাপদের এ চরণটির রচিতা কে?
Created: 1 month ago
A
ভুসুকুপা
B
কুক্কুরীপা
C
লুইপা
D
কাহ্নাপা
কুক্কুরীপা ছিলেন চর্যাপদ রচয়িতাদের একজন। তিনি মোট তিনটি পদ রচনা করেছিলেন। এর মধ্যে দুটি পাওয়া গেলেও একটি পদ খুঁজে পাওয়া যায়নি। তার রচিত পদগুলোর বিস্তারিত নিচে দেওয়া হলোঃ
-
কুক্কুরীপা ২, ২০ ও ৪৮ নং পদ রচনা করেছিলেন।
-
এর মধ্যে ৪৮ নং পদটি পাওয়া যায়নি।
-
চর্যাপদের ২ নং পদের রচয়িতা কুক্কুরীপা।
-
পদটি হলো:
"দুলি দুহি পিটা ধরণ ন জাই।
রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ।।"
উৎস:
0
Updated: 1 month ago