A
নুনতম
B
ন্যূনতম
C
নুন্যতম
D
নূন্যতম
উত্তরের বিবরণ
ন্যূনতম বানানটি শুদ্ধ । এরুপ জ্যোতি ,র্যুঢ় ,ন্যূজ।

0
Updated: 1 day ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 days ago
A
বিবাক্ষী
B
উদীচী
C
সমীরন
D
সুক্ষ্ম
শুদ্ধ বানান: উদীচী (বিশেষ্য)
অর্থ: দিক; উত্তর দিক
অন্য অপশনের শুদ্ধরূপ:
-
বিবাক্ষী → বিবাক্ষি
-
সমীরন → সমীরণ
-
সুক্ষ্ম → সূক্ষ্ম
উৎস: বাংলা একাডেমি অভিধান

0
Updated: 2 days ago
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
Created: 3 weeks ago
A
গাছে কাঁঠাল মাথায় তেল।
B
এটা লজ্জাকর ব্যাপার।
C
কালীদাস খ্যাতমান কবি।
D
একের লাঠি দশের বোঝা।
শুদ্ধ বাক্য- এটা লজ্জাকর ব্যাপার।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল মাথায় তেল।
• শুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল গোঁফে তেল।
• অশুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতমান কবি।
• শুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতিমান কবি।
• অশুদ্ধ বাক্য- একের লাঠি দশের বোঝা।
• শুদ্ধ বাক্য- দশের লাঠি একের বোঝা।

0
Updated: 3 weeks ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 6 days ago
A
ষ্টেশন
B
রুগ্ণ
C
বিপ্রকর্স
D
সাধারন
শুদ্ধ বানান হলো - স্টেশন , বিপ্রকর্ষ , সাধারণ।

0
Updated: 6 days ago