সারাংশের জন্য গুরুত্বপণূ দিক কোনটি?
A
সৃজনশীলতা
B
প্রাঞ্জলতা
C
মননশীলতা
D
ভাষারীতির শুদ্ধতা
উত্তরের বিবরণ
সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক প্রাঞ্জলতা। অর্থাৎ, যে বিষয় সম্পর্ক নিয়ে সারাংশ লেখা হচ্ছে তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে। অতিরিক্ত বড় করা যাবে না সারাংশ। শুধুমাত্র মূল ভাব ফুটিয়ে তুলতে হবে। যে অনুচ্ছেদ দেয়া থাকবে, সেটা থেকে বাক্য লিখা যাবে না।
0
Updated: 1 month ago
'গরুর গাড়ি = গরুরগাড়ি' - এটি কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
ষষ্ঠী তৎপুরুষ
B
দ্বিতীয় তৎপুরুষ
C
অলুক তৎপুরুষ
D
তৃতীয় তৎপুরুষ
বাংলা ব্যাকরণে অলুক তৎপুরুষ সমাস এমন সমাস যা কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না।
-
উদাহরণ:
-
তেলে ভাজা = তেলেভাজা
-
গরুর গাড়ি = গরুরগাড়ি
-
খেলার মাঠ = খেলারমাঠ
-
0
Updated: 1 month ago
'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
সায়র
B
নীরদ
C
পয়োধি
D
জলধি

• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
অন্যদিকে,
-------------
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলা ভাষার কোন রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল?
Created: 1 month ago
A
সাধুরীতি
B
লেখ্যরীতি
C
কথারীতি
D
চলিতরীতি
বাংলা ভাষার সাধুরীতির মূল বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো। সাধু রীতি প্রধানত শুদ্ধ, উচ্চমানের সাহিত্যিক ভাষার ধরন, যা সুনির্দিষ্ট ব্যাকরণ ও পদবিন্যাস অনুসরণ করে।
-
সুনির্দিষ্ট ব্যাকরণ ও পদবিন্যাস: বাংলা লেখ্য সাধু রীতি নির্দিষ্ট ব্যাকরণের নিয়ম মেনে চলে এবং এর পদবিন্যাস অত্যন্ত সুনিয়ন্ত্রিত ও স্পষ্ট।
-
গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল: এ রীতি গুরুগম্ভীর ভাবসম্পন্ন এবং এতে প্রাচীন তৎসম শব্দের ব্যবহার প্রচলিত।
-
নাটকীয় সংলাপ ও বক্তৃতার জন্য অপ্রযোজ্য: সাধু রীতি নাটকের সংলাপ বা সরাসরি বক্তৃতার জন্য সাধারণত উপযুক্ত নয়।
-
বিশেষ গঠনপদ্ধতি অনুসরণ: এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ ধরনের গঠনপদ্ধতি মেনে ব্যবহার করা হয়।
0
Updated: 1 month ago