নিচের কোন বাক্যটি শুদ্ধ?
A
তিনি সস্ত্রীক বিদেশ গেছেন
B
শেষের কবিতা একখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ
C
পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
D
সকল ছাত্রই অমনোযোগী নয়
উত্তরের বিবরণ
পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাত হয় নি - বাক্যটি সঠিক। এখানে সাধু রীতি বা চলিত রীতির মিশ্রণ ঘটে নি, শুধু চলিত রীতি ব্যবহার করা হয়েছে, তাই বাক্যটি গুরুচণ্ডালী দোষ মুক্ত। আবার তৎসম এবং বাংলা শব্দের মিশ্রণ হয় নি, তাই বাহুল্য দোষমুক্ত।
0
Updated: 1 month ago
'অজপাড়াগাঁ' শব্দে 'অজ' কোন ধরনের উপসর্গ?
Created: 1 month ago
A
বিদেশি উপসর্গ
B
সংস্কৃত উপসর্গ
C
খাঁটি বাংলা উপসর্গ
D
ফারসি উপসর্গ
খাঁটি বাংলা উপসর্গ
-
উদাহরণ – অজ:
-
খাঁটি বাংলা উপসর্গ ‘অজ’ যোগে গঠিত শব্দ যেগুলো নিতান্ত (মন্দ) অর্থ প্রকাশ করে:
-
অজপাড়াগাঁ
-
অজমূর্খ
-
অজপুকুর
-
-
-
খাঁটি বাংলা উপসর্গের তালিকা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হালক্ষ্য: আ, সু, বি, নি – এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 1 month ago
'আচার্য' এর শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
আচার্যিনী
B
আচার্যি
C
আচার্যানী
D
আচার্যাইন
বাংলা ভাষায় শব্দ গঠনে আনী-প্রত্যয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রত্যয় যোগ করলে মূল শব্দ থেকে নতুন শব্দ তৈরি হয়, যা অনেক সময় লিঙ্গবাচক রূপ প্রকাশ করে, আবার কখনো অর্থে ভিন্নতা আনে।
-
আনী-প্রত্যয় যুক্ত শব্দ:
ইন্দ্র → ইন্দ্রানী
মাতুল → মাতুলানী
আচার্য → আচার্যানী (তবে আচার্যের কর্মে নিয়োজিত অর্থে শুধু আচার্য) -
অন্য উদাহরণ:
শূদ্র → শূদ্রা (শূদ্র জাতীয় স্ত্রীলোক)
শূদ্র → শূদ্রানী (শূদ্রের স্ত্রী)
ক্ষত্রিয় → ক্ষত্রিয়া/ক্ষত্রিয়ানী -
অর্থের পার্থক্য সৃষ্টি করা উদাহরণ:
অরণ্য → অরণ্যানী (বৃহৎ অরণ্য)
হিম → হিমানী (জমানো বরফ)
উৎস:
0
Updated: 1 month ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 2 months ago
A
তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
B
দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
C
সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
D
সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
• শুদ্ধ বাক্য: দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ-
• তোমার গোপনীয় কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
• সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
• সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করা উচিত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 2 months ago