বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?
A
চুক্তিপত্র
B
বায়নানামা
C
দলিলপত্র
D
বাণিজ্যকপত্র
উত্তরের বিবরণ
বৈষয়িক বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে বলে দলিলপত্র। যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য তাকে দলিলপত্র বলে।
তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন তাকে সাধারণ ভাবে দলিলপত্র বলে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'Out of sight, out of mind.' এর বাংলা অনুবাদ -
Created: 3 weeks ago
A
কোনো বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না।
B
ক্ষুধা পেলে বাঘও ধান খায়।
C
কাছে তুমি পোড়ে মন, দূরে গেলে ঠনঠন।
D
কর্জ নাই, কষ্টও নাই।
‘ কাছে তুমি পোড়ে মন, দূরে গেলে ঠনঠন’ এর ইংরেজি অনুবাদ হলো Out of sight, out of mind। এটি বোঝায় যে কাছে থাকা মানুষ বা বিষয় মনকে প্রভাবিত করে, দূরে গেলে তা ভুলে যাওয়া হয়।
অন্যদিকে—
- 
কর্জ নাই, কষ্টও নাই — Out of debt, out of danger 
- 
ক্ষুধা পেলে বাঘও ধান খায় — Hunger is the best sauce 
- 
কোনো বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না — Rome was not built in a day 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
অশ্রুজলে চোখ ভেসে গেল।
B
সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
C
অঙ্ক কষিতে ভুল করিওনা
D
আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
শুদ্ধ বাক্য: সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'শরণ-সরণ' শব্দজোড় কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
মনে করা - আশ্রয়
B
আশ্রয় - গমন
C
আশ্রয় - শ্রবণ করা
D
মনে করা - স্বর্ণ
'শরণ' শব্দের অর্থ হলো আশ্রয়, আর 'সরণ' শব্দের অর্থ হলো গমন। এ ধরনের শব্দজোড় একে অপরের কাছাকাছি হলেও অর্থে ভিন্ন। উল্লেখযোগ্যভাবে, স্মরণ শব্দের অর্থ হলো মনে করা। নিচে আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় দেওয়া হলো।
- 
শবল: চিত্রিত, নানা বর্ণযুক্ত 
- 
সবল: শক্তিমান 
- 
শোনা: শ্রবণ করা 
- 
সোনা: স্বর্ণ 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago