নদের চাঁদ বাগধারাটির অর্থ কি?
A
বিশেষ শোম্মানিত ব্যক্তি
B
অদৃষ্টের পরিহাস
C
অতি আকাঙ্খিত বস্তু
D
অহমিকাপূর্ণ নির্গুন ব্যক্তি
উত্তরের বিবরণ
নদের চাঁদ অর্থ- অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। আকাশের চাঁদ = অতি আকাঙ্ক্ষিত বস্তু। অদৃষ্টের পরিহাসে-ভাগ্যের নিষ্ঠুরতা।
0
Updated: 1 month ago
"চির অশান্তি" বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?
Created: 1 month ago
A
ভরাডুবি
B
রাবণের চিতা
C
তামার বিষ
D
আকাশ ভেঙ্গে পড়া
ভরাডুবি - সর্বনাশ, তামার বিষ - অর্থের কুপ্রভাব, আকাশ ভেঙ্গে পড়া - মহাবিপদ, রাবণের চিতা - চির অশান্তি।
0
Updated: 1 month ago
‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কী?
Created: 2 months ago
A
চুরি করা
B
সেবা করা
C
অপরাধ করা
D
নষ্ট করা
‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ = চুরি করা উদাহরণ- আমার পেনসিল টা আবার কে চক্ষুদান করল? আরও কিছু বাগ্ধারা- চোখের চামড়া/পর্দা = চক্ষুলজ্জা। চোখের বালি = চক্ষুশূল। চক্ষু চড়ক গাছ= বিস্ময়ে চোখ বড় হয়ে যাও। চোখ কপালে তুলা= বিস্মিত হও। চোখ নাচা= শুভাশুভের লক্ষণ।
0
Updated: 2 months ago
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ-
Created: 3 months ago
A
তীরে পৌছার ঝক্কি
B
সঞ্চয়ের প্রবৃত্তি
C
মুমূর্ষু অবস্থা
D
আসন্ন বিপদ
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগ্ধারাটির অর্থ- সঞ্চয়ের প্রবৃত্তি।
- বাক্য গঠন: এমনই তাঁর নিরানব্বইয়ের ধাক্কা যে মুমূর্ষু স্ত্রীর জন্যও টাকা খরচ করতে চায় না।
গুরুত্বপূর্ণ কিছু বাগ্ধারা হলো:
- 'যখন তখন অবস্থা' বাগ্ধারাটির অর্থ - মুমূর্ষু অবস্থা।
- 'শিরে সংক্রান্তি' বাগ্ধারাটির অর্থ - আসন্ন বিপদ।
- 'ঊনকোটি চৌষট্টি' বাগ্ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।
- ‘আষাঢ়ে গল্প’ বাগ্ধারাটির অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগ্ধারাটির অর্থ- কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগ্ধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 3 months ago