‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে?
A
ডাক বিভাগের নাম
B
পোস্ট অফিসের নাম
C
প্রেরকের এলাকা
D
প্রাপকের এলাকা
উত্তরের বিবরণ
পোস্টাল কোড একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ । নিজের ঠিকানার পূর্ণতা দান করতে পোস্টাল কোডের কোন বিকল্প নেই। এছাড়া শেয়ার বাজারের স্টক হোল্ডারদের এনুয়াল রিপোর্ট/প্রসপেক্টাস পোস্টাল কোড অনুসারে ডাক বক্সএ এসে থাকে।
আবার অনেক সময় চাকরির ইন্টারভিউর তারিখ/সময়, এপইন্টমেন্ট লেটার ইত্যাদি ডাক যোগে প্রেরন করা হয়। বিভিন্ন সময়ে আমাদের চিঠি আদান প্রদান ও দাপ্তরিক কাজে পোস্টাল কোড ব্যবহার করতে হয়।
0
Updated: 1 month ago
নিচের কোনটি পূরণবাচক সংখ্যাশব্দ নয়?
Created: 2 weeks ago
A
নবনবতিতম
B
বিংশতম
C
নবতিতম
D
অশীতিতম
‘বিংশতম’ শব্দটি সঠিক পূরণবাচক নয়। এ ক্ষেত্রে উপযুক্ত রূপ হবে ‘বিশতম’ বা ‘বিংশতিতম’।
সাধারণ পূরণবাচক শব্দ ক্রমবাচক সংখ্যার অবস্থান বা পর্যায় নির্দেশ করে। সংখ্যার ক্রমানুসারে কোনো কিছু কততম অবস্থানে আছে তা বোঝাতে এই ধরনের শব্দ ব্যবহৃত হয়।
তথ্য অনুযায়ী:
-
১৯ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার সংক্ষিপ্ত পূরণবাচক গঠনে কেবল ‘তম’ প্রত্যয় যুক্ত হয়।
-
যেমন—
-
১৯তম: উনিশতম বা উনবিংশতিতম
-
২০তম: বিশতম বা বিংশতিতম
-
২১তম: একুশতম বা একবিংশতিতম
-
২৮তম: আটাশতম বা অষ্টাবিংশতিতম
-
৪৯তম: উনপঞ্চাশতম বা উনপঞ্চাশত্তম
-
৮০তম: আশিতম বা অশীতিতম
-
৯০তম: নব্বইতম বা নবতিতম
-
৯৯তম: নিরানব্বইতম বা নবনবতিতম
-
0
Updated: 2 weeks ago
'যা পূর্বে ছিল এখন নেই এমন' এর এক কথায় প্রকাশ -
Created: 3 weeks ago
A
ভূতপূর্ব
B
অশ্রুতপূর্ব
C
অদৃষ্টপূর্ব
D
অদৃষ্টপূর্ব
‘যা পূর্বে ছিল এখন নেই এমন’ এর এক কথায় প্রকাশ হলো ভূতপূর্ব। এটি এমন কোনো ঘটনা বা অবস্থা নির্দেশ করে যা অতীতে ঘটেছিল কিন্তু বর্তমানে নেই।
অন্যদিকে—
-
যে বন হিংস্র জন্তুরে পরিপূর্ণ — শ্বাপদসংকুল
-
যা পূর্বে শোনা যায়নি এমন — অশ্রুতপূর্ব
-
যা পূর্বে দেখা যায়নি এমন — অদৃষ্টপূর্ব
0
Updated: 3 weeks ago
উপকণ্ঠ- শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 2 months ago
A
কণ্ঠের সমীপে
B
কণ্ঠের সদৃশ
C
উপ যে কণ্ঠ
D
কণ্ঠ পর্যন্ত
যে সমাসে সমস্যমান পদের পদ অবৈধ অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে, তাকে অব্যায়ীভাব সমাস বলে। যেমন - দিন দিন = প্রতিদিন, কন্ঠের সমীপে = উপকন্ঠ, জেলার সদৃশ = উপজেলা, কথার সদৃশ = উপকথা।
0
Updated: 2 months ago