কোনটি শুদ্ধ বানান?
A
নুনতম
B
ন্যূনতম
C
নুন্যতম
D
নূন্যতম
উত্তরের বিবরণ
ন্যূনতম বানানটি শুদ্ধ । এরুপ জ্যোতি ,র্যুঢ় ,ন্যূজ।
0
Updated: 1 month ago
প্রমিত বানানের নিয়ম অনুসারে, কোন বানানটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
মূর্চ্ছা
B
অর্জ্জন
C
কার্য
D
কার্ত্তিক
প্রমিত বাংলা বানান অনুযায়ী “কার্য” শব্দটি শুদ্ধ বানান। বাংলা একাডেমি নির্ধারিত বানানরীতি অনুসারে, রেফ (র) যুক্ত হওয়ার পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব ব্যবহার করা হয় না। নিচে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো।
প্রমিত বাংলা বানানের নিয়ম:
-
রেফ (র) যুক্ত হলে পরবর্তী ব্যঞ্জনবর্ণ দ্বিত্ব হয় না।
-
যেমন ভুল বানানগুলো— অর্জ্জন, ঊর্দ্ধ, কার্ত্তিক, কর্ম্ম, মূর্চ্ছা, কার্য্য —এর পরিবর্তে প্রমিত বানান হবে যথাক্রমে:
-
অর্জন
-
ঊর্ধ্ব
-
কার্তিক
-
কর্ম
-
মূর্ছা
-
কার্য
-
সুতরাং “কার্য” শব্দটি সঠিক ও প্রমিত বানান, কারণ এতে অপ্রয়োজনীয় দ্বিত্বব্যঞ্জন ব্যবহৃত হয়নি।
0
Updated: 2 weeks ago
অশুদ্ধ বানান নির্ণয় করুন-
Created: 1 month ago
A
কৃষিজীবী
B
সমীচীন
C
ভাগীরথি
D
বিভীষিকা
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে শুদ্ধ ও অশুদ্ধ বানানের পার্থক্য জানা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো।
-
অশুদ্ধ বানান: ভাগীরথি
-
শুদ্ধ বানান: ভাগীরথী
-
এটি একটি বিশেষ্য পদ
-
শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে
-
অর্থ: গঙ্গা নদীর অন্য নাম; গঙ্গার একটি শাখা নদী বিশেষ
-
শুদ্ধ বানানের উদাহরণ: বিভীষিকা, কৃষিজীবী, সমীচীন
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
অত্যাধিক
B
অদ্যাপি
C
আদ্যাক্ষর
D
আবিস্কার
শুদ্ধ বানান হলো:
0
Updated: 2 months ago