সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা-
A
অপ্র্যয়োজনীয়
B
অপিরহার্য
C
বাঞ্ছনীয়
D
অসম্ভব
উত্তরের বিবরণ
সারাংশ কিংবা সারমর্ম ঠিকঠাক লেখার জন্য যা যা করতে হবে— - সারমর্ম বা সারাংশ লেখার সময় অনুচ্ছেদের কথা বা বাক্য লিখে দিলে চলবে না। আগে মূল ভাব বুঝতে হবে, এরপরই সাজিয়ে সংক্ষেপে লিখতে হবে।
কবিতা, গদ্য বা রচনা খেয়াল করে পড়লেই ূমূল ভাব আঁচ করা যাবে। অর্থাৎ ভালোভাবে পড়লেই মূল বিষয়বস্তু বোঝা যাবে। - কোনো কোনো সময় রচনায় একাধিক মূল ভাব বা বক্তব্যও থাকতে পারে। যদি এমনটি হয়, তাহলে আসল মূল ভাব বোঝার সহজ উপায় হলো—রচনার বাক্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ লাইনগুলো শনাক্ত করা। এরপর বাক্যগুলোর সঙ্গে কোন ভাবটি বেশি কাছাকাছি তা যাচাই করা।
কোন বাক্যগুলো দরকারি, কোনগুলো অদরকারি—সেগুলো আলাদা করতে হবে। তাহলে কাজটা সহজ হবে। মূল রচনার যে অংশটা প্রশ্নে থাকবে, সেখানে উল্লিখিত উদ্ধৃতি, বর্ণনা, সংলাপ, উদাহরণ, উপমা বাদ দিতে হয়। - সারমর্ম কিংবা সারাংশ বড় করে লেখার সুযোগ নেই।
আর লেখার গণ্ডি অবশ্যই রচনার মূল ভাবের মধ্যেই যেন সীমিত থাকে। এখানে নিজের ইচ্ছামতো কোনো মন্তব্য বা মতামত লেখা যাবে না। - সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়।
0
Updated: 1 month ago
মুসলিম জাগরণমূলক কাব্য 'অনল প্রবাহ' এর রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
সৈয়দ ওয়ালীউল্লাহ
B
ফররুখ আহমদ
C
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
D
আবুল ফজল
‘অনল প্রবাহ’ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত একটি প্রভাবশালী মুসলিম জাগরণমূলক কাব্য, যা প্রকাশিত হয় ১৯০০ সালে। এই কাব্যগ্রন্থে কবি জাতির পতন, দুঃখ ও হতাশার পরিবর্তে জাগরণ, আত্মসম্মান ও স্বাধীনতার আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষায়— “যা চলে গেছে তার জন্য শোক বৃথা, বরং জাতির হৃতগৌরব উদ্ধারের প্রচেষ্টাই মুখ্য।” এই বক্তব্যের মাধ্যমে তিনি মুসলমান সমাজের অধঃপতন ও ইংরেজ শাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
কাব্যের বৈশিষ্ট্য ও প্রভাব:
-
‘অনল প্রবাহ’-এ কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ‘ভারত ভিক্ষা’ ও ‘ভারত বিলাপ’-এর মতো দেশপ্রেমমূলক কবিতার সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়।
-
কাব্যের প্রথম সংস্করণে ছিল মোট নয়টি কবিতা, যথা—
১. অনল প্রবাহ
২. তুর্যধ্বনি
৩. মূর্ছনা
৪. বীর-পূজা
৫. অভিভাষণ : ছাত্রগণের প্রতি
৬. মরক্কো-সঙ্কটে
৭. আমীর-আগমনে
৮. দীপনা
৯. আমীর-অভ্যর্থনা -
১৩১৫ বঙ্গাব্দে (১৯০৮) প্রকাশিত দ্বিতীয় সংস্করণটি পরিবর্তিত ও পরিবর্ধিত রূপে প্রকাশ পায়।
-
দ্বিতীয় সংস্করণ প্রকাশের পর তৎকালীন ব্রিটিশ সরকার বইটি বাজেয়াপ্ত করে, এবং কবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
-
সিরাজী তখন ফরাসি অধিকৃত চন্দননগরে গিয়ে ৮ মাস আত্মগোপন করেন। পরে আত্মসমর্পণ করলে তাঁকে ব্রিটিশবিরোধী বিদ্বেষ প্রচারের অভিযোগে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
অন্যান্য সাহিত্যকর্ম:
উপন্যাস:
-
রায়নন্দিনী
-
তারাবাঈ
-
ফিরোজা বেগম
প্রবন্ধ:
-
স্বজাতি প্রেম
-
তুর্কি নারী জীবন
-
স্পেনীয় মুসলমান সভ্যতা
কাব্যগ্রন্থ:
-
অনল প্রবাহ
-
উচ্ছ্বাস
-
উদ্বোধন
-
স্পেন বিজয় কাব্য
ভ্রমণকাহিনি:
-
তুরস্ক ভ্রমণ
0
Updated: 2 weeks ago
ঘোষ ব্যঞ্জনগুচ্ছ কোনটি?
Created: 1 month ago
A
দ, ত, থ
B
ব, প, ফ
C
ছ, শ, খ
D
জ, ঘ, হ
ঘোষ ও অঘোষ ব্যঞ্জনধ্বনি
-
ঘোষ ব্যঞ্জন: উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি হয় এমন ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে।
-
উদাহরণ: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ
-
ঘোষ ব্যঞ্জনগুচ্ছ: জ, ঘ, হ
-
-
অঘোষ ব্যঞ্জন: উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম হয় এমন ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে।
-
উদাহরণ: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ
-
উৎস:
0
Updated: 1 month ago
একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়
Created: 1 month ago
A
শিরোনাম
B
পত্রগর্ভ
C
সম্ভাষণ
D
মূল বক্তব্য
পত্রের প্রধানত দুটি অংশ। যথা: (১) শিরোনাম বা বাইরের অংশ (২) গর্ভ বা অন্তর্ভাগ। গর্ভ বা অন্তর্ভাগকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। মোট কথা ছয়টি অংশ থাকে একটি পত্রে।যথাঃ মঙ্গলসূচক শব্দ, পত্রগর্ভ, স্থান ও তারিখ, সম্বোধন, লেখকের স্বাক্ষর, শিরোনাম।
0
Updated: 1 month ago