প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
A
উৎকর্ষতা
B
উৎকর্ষ
C
উৎকৃষ্ট
D
উৎকৃষ্টতা
উত্তরের বিবরণ
অপশনে দ্বৈত উত্তর রয়েছে
• উৎকর্ষ (বিশেষ্য পদ)
এই শব্দটি কৃৎ-প্রত্যয়ে গঠিত (উৎ + √কৃষ্ + অ) রূপে।
তবে, এর সঙ্গে যদি ‘তা’ (বিশেষ্য) প্রত্যয় যোগ করা হয়, তাহলে গঠিত হয় ‘উৎকর্ষতা’। কিন্তু এটি দ্বিত্বপ্রয়োগজনিত বাহুল্য দোষে দুষ্ট, কারণ ‘উৎকর্ষ’ নিজেই একটি পরিপূর্ণ বিশেষ্য। অতএব, ‘উৎকর্ষতা’ শব্দটি শুদ্ধ নয়।
• উৎকৃষ্ট (বিশেষণ পদ)
এটি গঠিত হয়েছে (উৎ + √কৃষ্ + ত) রূপে, অর্থাৎ এটি কৃৎ-প্রত্যয় সাধিত একটি বিশেষণ।
এই ‘উৎকৃষ্ট’ শব্দের সঙ্গে ‘তা’ প্রত্যয় যুক্ত হলে গঠিত হয় ‘উৎকৃষ্টতা’, যা একটি বিশুদ্ধ বিশেষ্য পদ। এটি ‘উৎকর্ষ’ শব্দের সমার্থক হিসেবেও ব্যবহৃত হয়।
সারসংক্ষেপে
প্রদত্ত উদাহরণে কেবল ‘উৎকর্ষতা’ শব্দটি শুদ্ধ নয়।
শুদ্ধ কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ দুটি হলো—
১. উৎকর্ষ (উৎ + √কৃষ্ + অ)
২. উৎকৃষ্ট (উৎ + √কৃষ্ + ত)
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 5 months ago
'পালনীয়' — শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√ পালন্ + নীয়
B
√ পাল্ + নীয়
C
√ পাল্ + অনীয়
D
√ পালি + অনীয়
কৃৎ প্রত্যয় -অনীয় যোগের মাধ্যমে যে শব্দগুলো গঠিত হয়, সেগুলো সাধারণত যোগ্য বা কর্তব্যবোধসম্পন্ন বিশেষণ নির্দেশ করে। এই ধরনের শব্দগুলি মূল ক্রিয়া বা ধাতুর সঙ্গে -অনীয় যুক্ত করে তৈরি হয় এবং সাধারণত কিছু করার যোগ্যতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করে।
-
√কৃ + অনীয় = করণীয়
-
√দৃশ্ + অনীয় = দর্শনীয়
-
√শুচ + অনীয় = শোচনীয়
-
√স্মৃ + অনীয় = স্মরণীয়
-
√পাল্ + অনীয় = পালনীয়
-
√বৃ + অনীয় = বরণীয়
অন্যান্য উদাহরণ: মাননীয়, পূজনীয়, পানীয়, গ্রহণীয়, রমণীয়
0
Updated: 1 month ago
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
Created: 3 months ago
A
বাদী
B
সভানেত্রী
C
জেলেনি
D
পেত্নী
জেলেনি শব্দটি নি প্রত্যয়যোগে গঠিত একটি স্ত্রীবাচক শব্দ। এখানে: জেলে (মূল শব্দ) + নি (স্ত্রীবাচক প্রত্যয়) = জেলেনি। এই শব্দটি জেলে পেশায় নিযুক্ত নারীদের বোঝাতে ব্যবহার হয়।
0
Updated: 3 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
রূপায়ন
B
রুপায়ন
C
রূপায়ণ
D
রুপায়ণ
শুদ্ধ - রূপায়ণ : (বিশেষ্য পদ) রূপদান, মূর্তিদান, অভিনয়ে ভূমিকা গ্রহণ।
0
Updated: 1 month ago