কোন ধরনের শব্দে কখোনই ‘ণ” হবে না?
A
তৎসম
B
বিদেশী
C
তদ্ভব
D
আঞ্চলিক
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ণ ও মূর্ধন্য - ষ ধ্বনি ব্যবহার নেই। তাই বাংলা ভাষা ব্যবহৃত বিদেশি সঙ্গে কখনো মূর্ধন্য 'ণ' ও মূর্ধন্য 'ষ' ব্যবহৃত হয় না ।
0
Updated: 1 month ago
'সংজ্ঞা' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
সম্ + √জ্ঞা + অ + আ
B
সম্ + √জ্ঞা + অ
C
সম্ + √জ্ঞা + আ + অ
D
সন্ + √জ্ঞা + অ + আ
• সংস্কৃত কৃৎ প্রত্যয়:
অ(অঙ্) + স্ত্রী প্রত্যয় (আ) যোগে গঠিত কিছু শব্দ হলো-
- শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা,
-√ব্যথ্ + অ + আ = ব্যথা,
-√কৃপ্ + অ + আ = কৃপা,
- সম্ + √জ্ঞা + অ + আ = সংজ্ঞা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 1 month ago
'তালপাতার সেপাই' এর সমার্থক বাগ্ধারা কোনটি?
Created: 1 month ago
A
তালকানা
B
ছা-পোষা
C
টুপ ভুজঙ্গ
D
ডিমে রোগা
• 'তালপাতার সেপাই' অর্থ- রুগ্ণ/ছিপছিপে।
• 'ডিমে রোগা' অর্থ- সর্বদা রুগ্ণ।
অন্যদিকে,
• 'টুপ ভুজঙ্গ' অর্থ- নেশাগ্রস্ত।
• 'তালকানা' অর্থ- কান্ডজ্ঞানহীন।
• 'ছা-পোষা' অর্থ- পোষ্য-ভারাক্রান্ত।
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
প্রনয়নী
B
প্রণয়নী
C
প্রণয়িনী
D
প্রণয়নি
• শুদ্ধ বানান - প্রণয়িনী।
- এটি প্রণয়ী এর স্ত্রীবাচক শব্দ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago