বারান্দা কোন ভাষা থেকে আগত?
A
ওলন্দাজ
B
তুর্কি
C
ইংরেজী
D
পর্তুগীজ
উত্তরের বিবরণ
পর্তুগীজ Varanda শব্দ থেকে বারান্দা শব্দ এসেছে।
0
Updated: 1 month ago
'বোতল' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 1 month ago
A
পর্তুগিজ
B
তুর্কি
C
ফারসি
D
ইংরেজি
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• বোতল পর্তুগিজ ভাষার শব্দ।
কিছু পর্তুগিজ শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস , আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা , বালতি, পেয়ারা , ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।
উৎস:
0
Updated: 1 month ago
পর্তুগিজ শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
ইংরেজ
B
সাবান
C
বেহালা
D
সবগুলোই
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী, বাংলা ভাষায় কিছু শব্দ পর্তুগিজ ভাষা থেকে গৃহীত হয়েছে। এসব শব্দ সময়ের সঙ্গে বাংলা উচ্চারণ ও রূপে রূপান্তরিত হয়ে এখন সাধারণ ব্যবহারে প্রচলিত।
পর্তুগিজ উৎসের কিছু বাংলা শব্দ হলো—
ইংরেজ, পাউরুটি, আনারস, আচার, সাবান, আলকাতরা, আলপিন, চাবি, বারান্দা, আলমারি, বেহালা, কেরানি, বর্গা, বালতি, পেয়ারা, ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, এবং কামরা।
0
Updated: 2 weeks ago
‘ইংরেজি’ শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
Created: 2 months ago
A
গ্রিক
B
তুর্কি
C
ফারসি
D
পর্তুগিজ
ইংরেজি শব্দটি পর্তুগিজ শব্দ থেকে এসেছে। আরো কতিপয় পর্তুগিজ শব্দ - আনারস, আলপিন, চাবি, কফি, কেরানি, বোমা, বোতাম, আয়া, সাবান, তামাক, বর্গা।
0
Updated: 2 months ago