নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
A
সমীচীন
B
সান্তনা
C
ফটোষ্ট্যাট
D
মুমূর্ষ
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান নয় - ফটোষ্ট্যাট।
0
Updated: 1 month ago
নিচের কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
রুগনো
B
রুগ্ন
C
রুগন
D
রুগ্ন
শুদ্ধ বানানটি হবে রুগ্ণ।
0
Updated: 1 month ago
নিচের কোনটি প্রমিত বানান?
Created: 2 months ago
A
অর্জ্জন
B
কর্ম্ম
C
কার্য্য
D
মূর্ছা
✅ প্রমিত বাংলা বানানের নিয়ম: দ্বিত্ব (বর্ণের পুনরাবৃত্তি) সংক্রান্ত নিয়ম
-
নিয়ম: কোনো শব্দে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব (একই বর্ণ দুবার লেখা) হবে না।
-
উদাহরণ:
| অশুদ্ধ বানান | প্রমিত বানান |
|---|---|
| অর্জ্জন | অর্জন |
| কর্ম্ম | কর্ম |
| কার্য্য | কার্য |
| মূর্চ্ছা | মূর্ছা |
অর্থাৎ, অপ্রয়োজনীয় দ্বিত্ব অপসারণ করেই প্রমিত বানান লেখা হবে।
0
Updated: 2 months ago
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, কোনটি সঠিক?
Created: 2 months ago
A
ভাংগা
B
ভাঙা
C
ভাঙ্ঘা
D
ভাঙ্গা
বাংলা অনুস্বার ব্যবহারের নিয়ম
-
শব্দের শেষে অনুস্বার
-
সাধারণত শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে অনুস্বার (ং) ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
গাং, ঢং, পালং, রং, রাং, সং
-
-
-
অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ
-
যদি অনুস্বারের সঙ্গে কোনো স্বরধ্বনি যুক্ত হয়, তখন ঙ ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
বাঙালি, ভাঙা, রঙিন, রঙের
-
-
-
ব্যতিক্রম
-
কিছু নির্দিষ্ট শব্দে যেমন বাংলা ও বাংলাদেশ, অনুস্বার থাকবে।
-
সূত্র:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago