পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ–
A
প্রাতীচ্য
B
প্রাচ্য
C
পশ্চিমা
D
পূর্ব পশ্চিম
উত্তরের বিবরণ
পাশ্চাত্য: পশ্চিমাদেশীয়, প্রতীচ্য, ইউরোপীয় বা আমেরিকা দেশীয় পাশ্চাত্য শিক্ষা.; পশ্চাদ্বর্তী; পশ্চাৎ আগত। প্রাচ্য : পূর্বদেশীয়।
0
Updated: 1 month ago
‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
উৎকৃষ্ট
B
অপকৃষ্ট
C
নিকৃষ্ট
D
অপকর্ষ
‘উৎকর্ষ’ অর্থ হলো শ্রেষ্ঠত্ব, উৎকৃষ্টতা বা উন্নতির চূড়ান্ত অবস্থা।
-
এর বিপরীতার্থক শব্দ হবে অবনতি, অধঃপতন বা শ্রেষ্ঠত্বহীনতা।
-
“অপকর্ষ” মানে হলো অধঃপতন বা অবনতি, যা ‘উৎকর্ষ’-এর বিপরীতার্থক।
তাই সঠিক উত্তর: অপকর্ষ (ঘ)
0
Updated: 3 weeks ago
’উৎকণ্ঠা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
উপকণ্ঠ
B
আকণ্ঠ
C
শান্তি
D
বিষণ্ন
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী কিছু শব্দের অর্থ ও সমার্থক/বিপরীত শব্দ নিম্নরূপ—
-
‘উৎকণ্ঠা’: উদ্বেগ, ব্যাকুলতা, ব্যগ্রতা; আশঙ্কা
-
‘শান্তি’: প্রশান্তি, উৎকণ্ঠাশূন্যতা, চিত্তের স্থিরতা
-
‘আকণ্ঠ’: গলা পর্যন্ত
-
‘উপকণ্ঠ’: কণ্ঠ পর্যন্ত
কিছু শব্দের বিপরীতার্থক শব্দ:
-
বিষণ্ন → খুশি
-
সৌম্য → উগ্র
-
ভীরু → নির্ভীক
-
মহাজান → খাতক
-
ভাটি → উজান
-
বিষ → অমৃত
-
সিক্ত → শুষ্ক
-
উদ্যম → অনুদ্যম
0
Updated: 1 month ago
“উদ্ধত্য’ শব্দের বিপরীত শব্দ কী?
Created: 1 month ago
A
সরল
B
বিনয়
C
মহানুভব
D
জ্ঞানী
“উদ্ধত্য” শব্দের অর্থ হলো উদ্ধত, অহংকারী, দাম্ভিক, দম্ভশীল।
এটার বিপরীত অর্থ হবে নম্র, বিনয়ী, ভদ্র স্বভাবের।
প্রদত্ত অপশনগুলো দেখলে—
ক) সরল → সোজাসাপ্টা বা জটিলতাহীন। (উদ্ধত্যের সরাসরি বিপরীত নয়)
খ) বিনয় → নম্রতা, ভদ্রতা। (উদ্ধত্যের প্রকৃত বিপরীত) ✅
গ) মহানুভব → দয়ালু, উদার মনের। (আংশিকভাবে বিপরীত হতে পারে, তবে যথাযথ নয়)
ঘ) জ্ঞানী → বিদ্বান, জ্ঞানসম্পন্ন। (সম্পূর্ণ আলাদা অর্থ, বিপরীত নয়)
✅ সঠিক উত্তর: খ) বিনয়
0
Updated: 1 month ago