A
যথাযথভাবে হাল ঘুরিয়ে
B
নদী স্রোতের সুকৌশল ব্যবহারে
C
গুণ টানার সময় টানটি সামনের দিকে রেখে
D
পাল ব্যবহার করে
উত্তরের বিবরণ
নদীর এক পাড় থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখে সঠিকভাবে হাল ঘুরিয়ে নৌকাটিকে সামনে এগিয়ে নেয়া যায়।
-
বলের অনুভূমিক উপাংশ নৌকাটিকে সামনের দিকে চালিত করে, আর উল্লম্ব উপাংশ নৌকাটিকে পাড়ের দিকে টানতে চায়।
-
তবে হালের সাহায্যে এই উল্লম্ব উপাংশের প্রভাব দমন করা সম্ভব হয়।
-
গুণ যত দীর্ঘ হয়, নৌকাটি তত দ্রুত সামনের দিকে অগ্রসর হয়।
উৎস: পদার্থবিজ্ঞান ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 2 months ago