যা চিরস্থায়ী নয়-
A
অস্থায়ী
B
ক্ষণিক
C
ক্ষণস্থায়ী
D
নশ্বর
উত্তরের বিবরণ
• 'যা চিরস্থায়ী নয়' — এক কথায় প্রকাশ: নশ্বর।
এছাড়াও,
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' — এক কথায় প্রকাশ: নশ্বর।
• আরও কিছু এক কথায় প্রকাশ:
-
'যার স্থায়ী ঠিকানা নেই' — উদ্বাস্তু।
-
'যে বাসস্থান থেকে বিতাড়িত হয়েছে' — উদ্বাস্তু।
-
'যার স্বভাবে নষ্ট হওয়া নেই' — অবিনশ্বর।
-
'যা কখনও নষ্ট হয় না' — অবিনশ্বর।
-
'যা অল্প সময়ের জন্য স্থায়ী' — ক্ষণস্থায়ী।
-
'যা স্থায়ীত্বহীন' — অস্থায়ী।
-
'যার নিজস্ব বাসস্থান নেই' — অনিকেত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 5 months ago
'মন হরণ করে যা' এক কথায় বলে-
Created: 4 weeks ago
A
মনোহর
B
মনোহত
C
মনোরথ
D
মনোময়
‘মন হরণ করে যা’ এক কথায়: মনোহর
অন্য সমার্থক ও প্রায়শব্দ:
-
মনোহত: নিরাশ, হতাশ, মনে আঘাতপ্রাপ্ত
-
মনোরথ: ইচ্ছা, বাসনা, অভিলাষ, সংকল্প
-
মনোময়: মনের কল্পনায় রচিত, মানস
0
Updated: 4 weeks ago
‘যা বলা হয়নি’ এক কথায় প্রকাশ কী হবে?
Created: 4 weeks ago
A
অকথ্য
B
অনুক্ত
C
নির্বাক
D
মূক
যা বলার যোগ্য নয় - অকথ্য। যা বলা হয় নি - অনুক্ত। মূক শব্দের অর্থ - বোবা, বাকশক্তিহীন।
0
Updated: 4 weeks ago
'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 4 weeks ago
A
উৎপীল
B
কুশীলব
C
কুলীন
D
সানীন
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• নাটকের পাত্রপাত্রী - কুশীলব।

• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যা মর্ম স্পর্শ করে – মর্মস্পর্শী।
- যা বলার যোগ্য নয় – অকথ্য।
- যা অতি দীর্ঘ নয় – নাতিদীর্ঘ।
- যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না – অজ্ঞাতকুলশীল ৷
- যার প্রকৃত বর্ণ ধরা যায় না – বর্ণচোরা।
0
Updated: 4 weeks ago