A
Short story
B
Poem
C
Novel
D
Play
উত্তরের বিবরণ
“The Lotos-Eaters” by Alfred Lord Tennyson
The Lotos-Eaters হলো ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি Alfred Lord Tennyson রচিত একটি প্রসিদ্ধ কবিতা। এটি মূলত Homer’s Odyssey-এর নবম খণ্ডের ঘটনাকে ভিত্তি করে রচিত। এখানে কিছু নাবিকের কাহিনি বর্ণিত হয়েছে, যারা এক অচেনা দ্বীপে এসে লোটস ফল খেয়ে অলসতা ও স্বপ্নময় জীবনের প্রতি আকৃষ্ট হয়।
Summary:
কবিতায় দেখা যায় একদল নাবিক দীর্ঘ ভ্রমণের পর এক শান্ত ও নিস্তব্ধ দ্বীপে পৌঁছায়। তারা লোটস ফল খাওয়ার পর অলস ও স্বপ্নময় জীবনে ডুবে যায়। তাদের মনে হয় জীবনে শুধু দুঃখ, পরিশ্রম ও যন্ত্রণা রয়েছে— তাই বাস্তব জীবনে ফিরে গিয়ে কষ্টের বোঝা বহন করার চেয়ে দ্বীপেই থেকে শান্তি ও ঘুমের মধ্যে ডুবে থাকা ভালো। তারা সিদ্ধান্ত নেয় আর দেশে ফিরে যাবে না। কবিতাটি মূলত মানুষের অলসতা, বাস্তবতা থেকে পালানোর আকাঙ্ক্ষা এবং দুঃখ-শান্তির দ্বন্দ্বকে কেন্দ্র করে রচিত।
About Alfred Lord Tennyson (1809-1892):
-
তিনি Victorian যুগের প্রধান কবি এবং যুগের প্রধান প্রতিনিধি হিসেবে বিবেচিত।
-
1850 সালে তিনি Poet Laureate নিযুক্ত হন।
-
তিনি সুরেলা ভাষার জন্য বিখ্যাত এবং Lyric Poet নামে পরিচিত।
-
তাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা In Memoriam, যা তিনি তাঁর অন্তরঙ্গ বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুশোকে রচনা করেন।
Famous Poems:
-
In Memoriam
-
Ulysses
-
The Lotos-Eaters
-
Locksley Hall
-
Morte D’Arthur
-
Oenone
-
The Princess
-
The Two Voices
-
The Lady of Shalott
Source: Encyclopaedia Britannica

0
Updated: 1 day ago
"Morte d'Arthur", is a poem by -
Created: 3 weeks ago
A
Charles Dickens
B
P. B. Shelley
C
Alfred Tennyson
D
John Milton
• Answer: Alfred Tennyson
• Morte d'Arthur
-
A poem based on the legend of King Arthur.
-
The central theme is loyalty and its expression through chivalry.
-
The poem emphasizes that loyalty to the king is the core purpose of a knight’s life.
-
It begins after Arthur's final battle, with the mortally wounded king accompanied by Sir Bedivere.
• Famous quotation:
-
"The old order changeth, yielding place to new."
• Lord Alfred Tennyson (1809–1892)
-
A leading poet of the Victorian period and its chief representative.
-
Appointed Poet Laureate of England in 1850.
-
Known for his melodious language and considered a lyric poet.
-
His elegy In Memoriam was written in memory of his close friend Arthur Henry Hallam.
• Other notable works:
-
Oenone, Ulysses, The Lotos-Eaters, Locksley Hall, In Memoriam, Morte d’Arthur, The Princess, The Two Voices, The Lady of Shalott.
Source: Britannica

0
Updated: 3 weeks ago
What is the overall tone of the poem?
Created: 5 days ago
A
Pessimistic
B
Heroic and inspirational
C
Humorous
D
Critical of society
Ulysses কবিতার সামগ্রিক সুর হলো বীরোচিত ও অনুপ্রেরণামূলক। ইউলিসিস রাজকীয় কর্তব্য ও সংসারজীবনকে তুচ্ছ মনে করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভ্রমণ, অনুসন্ধান ও সংগ্রাম করতে চান। তাঁর দৃঢ় সংকল্প, নতুন দুনিয়া খোঁজার আকাঙ্ক্ষা এবং শেষ পর্যন্ত নত না হওয়ার মানসিকতা পাঠককে সাহস জোগায়।

0
Updated: 5 days ago
What does Ulysses say about old age?
Created: 5 days ago
A
It is useless
B
It has honour and toil
C
It brings only despair
D
It must be avoided
ইউলিসিস বার্ধক্য সম্পর্কে বলেন—“Old age hath yet his honour and his toil”। তিনি মনে করেন, বার্ধক্য অকেজো নয়। এ সময়েও মানুষ মহৎ কাজ করতে পারে। বয়স তাকে দুর্বল করলেও ইচ্ছাশক্তি ও অভিজ্ঞতা তাকে এখনও বীরোচিত কাজে অনুপ্রাণিত করে।

1
Updated: 5 days ago