A
Emily Bronte
B
George Orwell
C
Thomas Hardy
D
Oscar Wilde
উত্তরের বিবরণ
The novel Under the Greenwood Tree
Under the Greenwood Tree হলো থমাস হার্ডি (Thomas Hardy) রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস। এটি তাঁর অন্যতম জনপ্রিয় গ্রামীণ (pastoral) উপন্যাস হিসেবে বিবেচিত হয়, যেখানে ইংল্যান্ডের গ্রামীণ জীবনের সৌন্দর্য, সরলতা ও সামাজিক পরিবর্তন চিত্রিত হয়েছে। এই উপন্যাসকে Hardy’s most gentle and pastoral novel বলা হয়। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে স্কুলশিক্ষিকা Fancy Day এবং গ্রামীণ যুবক Dick Dewey-এর প্রেমকাহিনি। তাদের সম্পর্ক গ্রামের সামাজিক প্রথা, ধর্মীয় জীবন ও সঙ্গীতগোষ্ঠীর কার্যকলাপের পটভূমিতে বিকশিত হয়।
Main Characters:
-
Dick Dewy
-
Reuben Dewy
-
William Dewy
-
Fancy Day
-
Mr. Maybold
-
Robert Penny
-
Geoffrey Day
-
Frederic Shiner ইত্যাদি
Thomas Hardy (1840-1928):
থমাস হার্ডি ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং কবি। তিনি মূলত pessimistic দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত, তবে একইসাথে তিনি আঞ্চলিক ঔপন্যাসিক হিসেবেও খ্যাতি অর্জন করেন, কারণ তাঁর সাহিত্যকর্মগুলো ইংল্যান্ডের নির্দিষ্ট একটি অঞ্চলের (Wessex) জীবন ও পরিবেশকে কেন্দ্র করে রচিত। Hardy ছিলেন Victorian যুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের একজন, যদিও তিনি আধুনিক যুগেও ছোটগল্প ও কবিতা লিখেছেন।
Notable Works (Novels):
-
Tess of the d’Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
-
The Poor Man and the Lady
-
Under the Greenwood Tree
🔹 উল্লেখযোগ্য যে, ‘Under the Greenwood Tree’ শিরোনামে William Shakespeare-এর একটি গানও রয়েছে, যা তাঁর বিখ্যাত কমেডি As You Like It-এ অন্তর্ভুক্ত।
Source: Encyclopaedia Britannica এবং Goodreads

0
Updated: 1 day ago
The character 'Lucie Manette' appears in-
Created: 1 day ago
A
Mrs. Dalloway
B
A Tale of Two Cities
C
David Copperfield
D
Nineteen Eighty-Fou
The character Lucie Manette appears in A Tale of Two Cities.
• A Tale of Two Cities
-
এটি Charles Dickens লিখিত একটি novel।
-
গল্পের কাহিনি London এবং Paris দুই শহরের চারপাশে ঘুরে।
-
উপন্যাসটি ফরাসী বিপ্লবের প্রেক্ষাপটে রচিত।
-
কাহিনির শুরুতে দেখা যায় Lucie Manette বিস্ময়ে ফেটে পড়ে যখন জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette জীবিত।
-
অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
-
জেলে থাকা অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হওয়ার পর বাবার কথা জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসে।
-
পথিমধ্যে তাদের পরিচয় হয় Charles Darnay-এর সঙ্গে। Darnay ফরাসী রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চায়।
-
পরবর্তীতে Sydney Carton নামক পারিবারিক বন্ধু Lucie Manette-এর প্রেমে পড়ে।
• Main characters
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
• Charles Dickens (1812-1870)
-
Victorian period-এর একজন প্রধান লেখক।
-
পুরো নাম Charles John Huffam Dickens।
-
জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, Our Mutual Friend ইত্যাদির জন্য।
• Notable Works
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
Hard Times
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
Source: Britannica

0
Updated: 1 day ago
Who is
the male lead in Tess of the
d’Urbervilles?
Created: 3 weeks ago
A
Alec d’Urberville
B
Angel Clare
C
John Durbeyfield
D
Jack Morel

0
Updated: 3 weeks ago
Who is the main female character in Tess of the d’Urbervilles?
Created: 3 weeks ago
A
Tess
B
Jane
C
Elizabeth
D
Estella

0
Updated: 3 weeks ago