The play 'Exiles' was authored by-
A
Thomas Hardy
B
Thomas Stearns Eliot
C
James Joyce
D
G. B. Shaw
উত্তরের বিবরণ
The play Exiles was authored by James Joyce.
• Exiles
- 
Irish author James Joyce রচিত একটি নাটক। 
- 
প্রথম প্রকাশিত: ১৯১৮। 
- 
নাটকটি পরশ্রীকাতরতা, বিশ্বস্ততা, স্বরূপ এবং ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক প্রত্যাশার মধ্যে সংঘর্ষের জটিল বিষয় নিয়ে লেখা। 
- 
গল্পের কেন্দ্র: Richard Rowan, একজন আইরিশ পুরুষ, যে ইউরোপে নির্বাসিত হয়ে বসবাস করে। 
- 
প্রধান ঘটনা: Richard Rowan-এর স্ত্রী Bertha এবং তার ঘনিষ্ঠ বন্ধু Robert-এর সঙ্গে সম্পর্কের সমস্যা। 
• Main characters
- 
Richard Rowan 
- 
Bertha 
- 
Robert 
• James Joyce (1882-1941)
- 
Irish novelist এবং Modern Period-এর একজন প্রধান সাহিত্যিক। 
- 
ভাষার পরীক্ষামূলক ব্যবহার এবং নতুন সাহিত্যিক পদ্ধতির জন্য পরিচিত। 
- 
‘Stream of Consciousness’ (চেতনার অন্তঃশীল প্রবাহ) প্রযুক্তির জন্য বিখ্যাত। 
- 
বিংশ শতাব্দীর প্রধান উপন্যাসিক হিসেবে বিবেচিত। 
- 
Ulysses তার অন্যতম শ্রেষ্ঠ কृति। 
• Notable Works
- 
A Portrait of the Artist as a Young Man 
- 
Chamber Music 
- 
Ulysses 
- 
Exiles 
- 
Stephen Hero 
- 
Dubliners 
- 
The Dead 
- 
The Sisters 
Source: Britannica
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Ulysses by James Joyce belongs to–
Created: 4 weeks ago
A
Restoration period
B
Modern period
C
Victorian period
D
Romantic period
Ulysses হলো James Joyce-এর লেখা একটি আধুনিক ক্লাসিক উপন্যাস, যা Modern Period-এর অন্তর্ভুক্ত। এটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে এবং আধুনিক সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। উপন্যাসটি আয়ারল্যান্ডের ডাবলিন শহরকে কেন্দ্র করে একদিনের ঘটনাপ্রবাহ নিয়ে রচিত, যেখানে কাহিনীকে আধুনিকভাবে Homer’s Odyssey-এর সমান্তরালে নির্মাণ করা হয়েছে। এটি ইংরেজি সাহিত্যের এক অনন্য masterpiece।
- 
James Joyce (১৮৮২–১৯৪১) 
- 
পূর্ণ নাম: James Augustine Aloysius Joyce 
- 
তিনি একজন আইরিশ ঔপন্যাসিক, যিনি ভাষার পরীক্ষামূলক ব্যবহার ও নতুন সাহিত্যিক কৌশল প্রয়োগের জন্য বিখ্যাত ছিলেন 
- 
বিংশ শতাব্দীর Modern Period-এর অন্যতম প্রধান ঔপন্যাসিক 
- 
Ulysses (১৯২২)-এ তিনি চরিত্র Leopold Bloom, Molly Bloom এবং Stephen Dedalus-এর অন্তর্জগৎকে জটিলভাবে তুলে ধরেছেন 
- 
তাঁর অন্যতম বড় অবদান হলো Stream of Consciousness (চেতনার অন্তঃশীল প্রবাহ) কৌশলের দক্ষ ব্যবহার 
- 
Ulysses বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিশ্ব সাহিত্যে বিশেষ স্থান দখল করেছে 
Notable Works
- 
Short Stories: After the Race, A Little Cloud, A Mother, An Encounter, A Painful Case প্রভৃতি 
- 
Plays: Exiles 
- 
Poems: Chamber Music, I Hear an Army, Penyeach 
উল্লেখযোগ্য যে, Ulysses নামক একটি কবিতা Victorian poet Alfred Tennyson-ও লিখেছিলেন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 weeks ago
Which of the following writers did not win the Nobel Prize in Literature?
Created: 3 weeks ago
A
Pablo Neruda
B
Gabriel García Márquez
C
James Joyce
D
Ernest Hemingway
James Joyce একজন অত্যন্ত প্রভাবশালী লেখক, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাননি। তিনি ডাবলিন, আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। জন্ম: ১৮৮২। পুরো নাম: James Augustine Aloysius Joyce। Joyce একজন আইরিশ ঔপন্যাসিক, কবি এবং ছোটগল্পকার ছিলেন এবং বিংশ শতাব্দীর Modern Period-এর একজন বিশিষ্ট novelist হিসেবে পরিচিত। তিনি Stream-of-consciousness (চেতনার অন্তঃশীল প্রবাহ) Narrative Technique-এর জন্য বিখ্যাত। তাঁর লেখা Dubliners (১৯১৪) মূলত ১৫টি ছোটগল্পের সমন্বয়ে তৈরি।
বিখ্যাত রচনাসমূহ:
- 
উপন্যাস: Ulysses 
- 
নাটক: Exiles 
- 
ছোটগল্প: After the Race, A Little Cloud, A Mother, An Encounter, A Painful Case 
- 
কবিতা: Chamber Music, I Hear an Army, Penyeach 
অন্য বিকল্প লেখক এবং নোবেল অর্জন:
- 
Pablo Neruda: ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন 
- 
Gabriel Garcia Marquez: ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন 
- 
Ernest Hemingway: ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
Ulysses, which was written by James Joyce, was -
Created: 3 weeks ago
A
play
B
poem
C
novel
D
short story
Ulysses, যা James Joyce লিখেছেন, একটি আধুনিক ক্লাসিক উপন্যাস এবং আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য। এটি ১৯২২ সালে প্রথম প্রকাশিত হয় এবং হোমারের Odyssey-এর আধুনিক প্রতিচ্ছবি হিসেবে নির্মিত। উপন্যাসটি একদিনের মধ্যে আয়ারল্যান্ডের Dublin শহরের আশেপাশে ঘটার ঘটনা বর্ণনা করে এবং Stream of Consciousness বা চেতনার অন্তঃপ্রবাহ পদ্ধতিতে চরিত্রগুলোর অন্তর্ব্যক্তি তুলে ধরে।
- 
উপন্যাসের নাম: Ulysses 
- 
লেখক: James Joyce 
- 
প্রথম প্রকাশ: ১৯২২ 
- 
সাহিত্যিক ধারা: Modern Period, আধুনিক ইংরেজি সাহিত্য 
- 
মূল চরিত্র: Leopold Bloom, Molly Bloom, Stephen Dedalus 
- 
গঠন: একদিনের মধ্যে Dublin-এর ঘটনাবলী, Homer-এর Odyssey-এর আধুনিক অনুপ্রেরণা 
- 
বিশেষতা: Stream of Consciousness (চেতনার অন্তঃপ্রবাহ) পদ্ধতির ব্যবহার 
James Joyce
- 
পুরো নাম: James Augustine Aloysius Joyce 
- 
জাতীয়তা: Irish 
- 
পেশা: Novelist, Playwright, Poet 
- 
সাহিত্যিক খ্যাতি: Modern Period-এর অন্যতম শ্রেষ্ঠ novelist, ভাষার নতুন ব্যবহার ও সাহিত্যিক পদ্ধতির পরীক্ষার জন্য খ্যাত 
- 
Ulysses তার বিংশ শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য রচনা 
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
- 
Short Stories: After the Race, A Little Cloud, A Mother, An Encounter, A Painful Case 
- 
Plays: Exiles 
- 
Poems: Chamber Music, I Hear an Army, Penyeach 
- 
নোট: Ulysses নামে Victorian poet Alfred Tennyson-এরও একটি কবিতা রয়েছে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago