Robert Browning is the author of-
A
The Second Coming
B
The Love Song of J. Alfred Prufrock
C
My Last Duchess
D
The Princess
উত্তরের বিবরণ
Robert Browning is the author of My Last Duchess.
• My Last Duchess
-
এটি Victorian Period-এর বিখ্যাত কবি Robert Browning রচিত Rhyming couplets-এ লেখা ৫৬ লাইনের একটি কবিতা।
-
১৮৪২ সালে এটি Browning-এর Dramatic Lyrics-এ অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
-
The Duke of Ferrara is the speaker of the poem.
-
এটি Robert Browning-এর অন্যতম শ্রেষ্ঠ Dramatic Monologue।
-
কবিতায় বর্ণনাকারী Duke তার মৃত স্ত্রীর পোর্ট্রেটকে উদ্দেশ্য করে তার চরিত্রের বিবরণ দিচ্ছেন।
-
কথা বলতে বলতে, তিনি স্ত্রীর অতীত আচরণ, হাসি ও সদয় ব্যবহার নিয়ে বিরক্তি প্রকাশ করেন।
-
পাঠক বুঝতে পারে যে, ডিউক স্ত্রীর প্রতি অতিরিক্ত সন্দেহ ও অহংকারের কারণে হয়তো তাকে হত্যা করেছেন বা তার জীবন শেষ করেছেন।
• কবিতার একটি বিখ্যাত লাইন
“That’s my last Duchess painted on the wall, Looking as if she were alive.”
• Robert Browning (1812-1889)
-
Robert Browning Victorian যুগের একজন প্রধান ইংরেজ কবি।
-
Dramatic monologue এবং psychological portraiture-এর জন্য বিখ্যাত।
-
কবিতায় তিনি জটিল চরিত্রের মনস্তত্ত্ব ও নৈতিক দ্বন্দ্ব তুলে ধরেছেন।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browning-ও সেই সময়ের একজন কবি ছিলেন।
• Notable Works
Books of poems:
-
Men and Women
-
Dramatic Lyrics
-
The Ring of the Book
Other Poems:
-
Bishop Blougram’s Apology
-
Christmas Eve and Easter-Day
-
Dramatis Personae
-
Porphyria’s Lover
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Andrea Del Sarto
Other related works:
-
The Second Coming by William Butler Yeats
-
The Love Song of J. Alfred Prufrock by T. S. Eliot
-
The Princess by Alfred Tennyson
Source: Britannica; An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
0
Updated: 1 month ago
What does Andrea del Sarto regret most?
Created: 2 months ago
A
Lack of true inspiration
B
Poverty
C
Health
D
Family troubles
0
Updated: 2 months ago
Why does Andrea recall Michelangelo’s words about him?
Created: 1 month ago
A
Michelangelo admired his faults
B
Michelangelo once said he could surpass Raphael
C
Michelangelo taught him personally
D
Michelangelo gave him money
কবিতায় অ্যান্ড্রিয়া মনে করে, Michelangelo একসময় বলেছিল যে সুযোগ পেলে অ্যান্ড্রিয়া রাফায়েলকেও ছাড়িয়ে যেতে পারত। কিন্তু সে সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। ফলে এই মন্তব্য তার জীবনে আক্ষেপের প্রতীক হয়ে রয়ে গেছে।
0
Updated: 1 month ago
What symbolic time of day dominates Andrea’s reflections?
Created: 1 month ago
A
Morning
B
Afternoon
C
Twilight/Evening
D
Midnight
কবিতায় অ্যান্ড্রিয়া বারবার সন্ধ্যা ও গোধূলির উল্লেখ করেন। “A common greyness silvers everything,—All in a twilight, you and I alike.” এখানে গোধূলি বা twilight প্রতীক হিসেবে এসেছে অ্যান্ড্রিয়ার জীবন ও শিল্পকে বোঝাতে।
তার জীবন যেন দিনের মতো নয়—উজ্জ্বল সূর্যোদয় বা দীপ্ত midday নেই, আছে কেবল ম্লান গোধূলি। এই twilight তার দাম্পত্য জীবনের ক্লান্তি, শিল্পের অপূর্ণতা এবং অনুপ্রেরণাহীন নিখুঁততাকে প্রকাশ করে। আবার, twilight বোঝায় জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থা—একজন শিল্পীর অস্তগামী জীবনের প্রতীক। ফিয়েসোলের শান্ত পাহাড়ি দৃশ্য আর মঠের ঘণ্টাধ্বনি এই গোধূলি ভাবকে আরও জোরালো করে তোলে। ফলে সময়ের প্রতীক হিসেবে twilight কবিতার আবহ গড়ে তোলে।
1
Updated: 1 month ago