"April is the cruelest month" is phrased by-
A
George Eliot
B
Sir Walter Scott
C
T. S. Eliot
D
John Masefield
উত্তরের বিবরণ
"April is the cruelest month" is phrased by T. S. Eliot.
• The Waste Land
-
এটি T. S. Eliot এর লেখা একটি দীর্ঘ কবিতা।
-
কবিতার মোট লাইন সংখ্যা ৪৩৩।
-
এটি উৎসর্গ করা হয়েছিল আধুনিক কবি Ezra Pound-কে।
-
২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা হিসেবে একে গণ্য করা হয়।
-
প্রথম বিশ্বযুদ্ধোত্তর সমাজ, মানুষের ভাঙাচোরা মানসিকতা এবং পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
-
এই কবিতা প্রকাশের পর Eliot আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
• T. S. Eliot (1888-1965)
-
তিনি একজন আমেরিকান-ইংরেজি কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
আধুনিকতাবাদী কবিতার অগ্রদূত হিসেবে তিনি খ্যাত।
-
“The Waste Land” (1922) এবং “Four Quartets” (1943) তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ।
-
তিনি ইংরেজি কবিতার ভাষা, ছন্দ ও রচনাশৈলীতে মৌলিক পরিবর্তন আনেন।
-
তাঁর সমালোচনামূলক রচনাগুলো সাহিত্যতত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
-
Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচনা করা হয়।
-
1948 সালে তিনি সাহিত্যে Nobel Prize লাভ করেন।
• Notable Works
Poems
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
Plays
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trail of a Judge
Sources:
-
Britannica
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
0
Updated: 1 month ago
Which myth is alluded to in “A Game of Chess” of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Philomela
B
Pandora
C
Persephone
D
Andromeda
Eliot Philomela–র মিথ উল্লেখ করেছেন। Philomela তার ধর্ষণের পর গলা কেটে দেওয়া হয়েছিল, কিন্তু সে পাখি হয়ে গান গাইতে থাকে। Eliot এই মিথ ব্যবহার করে দেখিয়েছেন, যৌন নির্যাতন ও নারীর কষ্ট আধুনিক সমাজেও বিদ্যমান। Philomela–র কাহিনি “A Game of Chess” অংশে যৌন হতাশার প্রতীক।
0
Updated: 1 month ago
What phrase reveals Prufrock’s fear of misunderstanding in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“It is impossible to say just what I mean!”
B
“It is dangerous to speak of the night!”
C
“It is better to keep the silence within!”
D
“It is hopeless to chase after the dream!”
Prufrock মনে করে, সে যা বলতে চায় তা কেউই বুঝবে না। তার কথার সঠিক মানে প্রকাশ করা অসম্ভব। এই ভয়ই তাকে চুপ করে রাখে। Eliot আধুনিক মানুষের আত্ম-সন্দেহ আর যোগাযোগ ব্যর্থতা এখানে তুলে ধরেছেন। Prufrock ভয় পায়, তার সত্যিকারের অনুভূতি অন্যেরা বুঝবে না, বরং ভুল ব্যাখ্যা করবে।
0
Updated: 1 month ago
What figure is described with “pearls that were his eyes” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Drowned sailor
B
Fisher King
C
Eugenides
D
Tiresias
“Those are pearls that were his eyes” লাইনটি The Tempest থেকে উদ্ধৃত, যা ডুবে যাওয়া নাবিককে বোঝায়। Eliot এটি "The Waste Land" কবিতায় ব্যবহার করেছেন মৃত্যু ও রূপান্তরের প্রতীক হিসেবে। মৃত শরীর সৌন্দর্যে রূপ নেয়, কিন্তু জীবনের অনুপস্থিতি ভয়াবহ থাকে।
0
Updated: 1 month ago