"April is the cruelest month" is phrased by-
A
George Eliot
B
Sir Walter Scott
C
T. S. Eliot
D
John Masefield
উত্তরের বিবরণ
"April is the cruelest month" is phrased by T. S. Eliot.
• The Waste Land
-
এটি T. S. Eliot এর লেখা একটি দীর্ঘ কবিতা।
-
কবিতার মোট লাইন সংখ্যা ৪৩৩।
-
এটি উৎসর্গ করা হয়েছিল আধুনিক কবি Ezra Pound-কে।
-
২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা হিসেবে একে গণ্য করা হয়।
-
প্রথম বিশ্বযুদ্ধোত্তর সমাজ, মানুষের ভাঙাচোরা মানসিকতা এবং পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
-
এই কবিতা প্রকাশের পর Eliot আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
• T. S. Eliot (1888-1965)
-
তিনি একজন আমেরিকান-ইংরেজি কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
আধুনিকতাবাদী কবিতার অগ্রদূত হিসেবে তিনি খ্যাত।
-
“The Waste Land” (1922) এবং “Four Quartets” (1943) তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ।
-
তিনি ইংরেজি কবিতার ভাষা, ছন্দ ও রচনাশৈলীতে মৌলিক পরিবর্তন আনেন।
-
তাঁর সমালোচনামূলক রচনাগুলো সাহিত্যতত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
-
Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচনা করা হয়।
-
1948 সালে তিনি সাহিত্যে Nobel Prize লাভ করেন।
• Notable Works
Poems
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
Plays
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trail of a Judge
Sources:
-
Britannica
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
0
Updated: 1 month ago
What tone dominates Prufrock’s reflections on social interaction in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Irony and frustration
B
Joy and optimism
C
Rage and rebellion
D
Wonder and excitement
Prufrock মানুষের সাথে মেশার কথা বলতে গিয়ে এক ধরনের ব্যঙ্গ আর হতাশা প্রকাশ করে। সে জানে, সামাজিক অনুষ্ঠানে মানুষ শুধু উপরের দিকের কথাবার্তাই বলে। এ ধরনের আলাপচারিতা তাকে একঘেয়ে এবং ফাঁপা মনে হয়।
Eliot এই ব্যঙ্গাত্মক সুর ব্যবহার করে আধুনিক সমাজের শূন্যতা তুলে ধরেছেন। Prufrock–এর চোখে সামাজিক যোগাযোগ আসলে ব্যর্থতা আর কৃত্রিমতায় ভরা, যা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে।
0
Updated: 1 month ago
What phrase reflects Prufrock’s trivial worries about his body in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“How his hair is growing thin!”
B
“How his lips are turning blue!”
C
“How his hands are shaking fast!”
D
“How his skin is turning pale!”
Prufrock ভয় পায় যে মানুষ তার টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে মন্তব্য করবে। এই ভয় আসলে তার আত্মবিশ্বাসহীনতার প্রতীক। বয়স বাড়া এবং বাহ্যিক পরিবর্তন তাকে আতঙ্কিত করে। Eliot এখানে মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি সামাজিক চাপ ও উদ্বেগ দেখিয়েছেন। Prufrock–এর ক্ষেত্রে এই ক্ষুদ্র বিষয়ও তার ভেতরের দ্বিধাকে আরও বাড়িয়ে তোলে।
1
Updated: 1 month ago
Which part of the poem "The Waste Land" has the typist and clerk episode?
Created: 1 month ago
A
The Fire Sermon
B
A Game of Chess
C
What the Thunder Said
D
The Burial of the Dead
The Waste Land কবিতায় Typist আর কেরানির যৌন সম্পর্ক “The Fire Sermon”–এ এসেছে। Eliot দেখিয়েছেন এটি সম্পূর্ণ যান্ত্রিক, ভালোবাসাহীন। সম্পর্কগুলোতে আনন্দ নেই, কেবল শারীরিক প্রয়োজন আছে। এটি আধুনিক সম্পর্কের ভয়াবহ পতনের প্রতীক।
0
Updated: 1 month ago