The novel 'Under the Greenwood Tree' was written by-
A
Emily Bronte
B
George Orwell
C
Thomas Hardy
D
Oscar Wilde
উত্তরের বিবরণ
The novel Under the Greenwood Tree
Under the Greenwood Tree হলো থমাস হার্ডি (Thomas Hardy) রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস। এটি তাঁর অন্যতম জনপ্রিয় গ্রামীণ (pastoral) উপন্যাস হিসেবে বিবেচিত হয়, যেখানে ইংল্যান্ডের গ্রামীণ জীবনের সৌন্দর্য, সরলতা ও সামাজিক পরিবর্তন চিত্রিত হয়েছে। এই উপন্যাসকে Hardy’s most gentle and pastoral novel বলা হয়। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে স্কুলশিক্ষিকা Fancy Day এবং গ্রামীণ যুবক Dick Dewey-এর প্রেমকাহিনি। তাদের সম্পর্ক গ্রামের সামাজিক প্রথা, ধর্মীয় জীবন ও সঙ্গীতগোষ্ঠীর কার্যকলাপের পটভূমিতে বিকশিত হয়।
Main Characters:
-
Dick Dewy
-
Reuben Dewy
-
William Dewy
-
Fancy Day
-
Mr. Maybold
-
Robert Penny
-
Geoffrey Day
-
Frederic Shiner ইত্যাদি
Thomas Hardy (1840-1928):
থমাস হার্ডি ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং কবি। তিনি মূলত pessimistic দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত, তবে একইসাথে তিনি আঞ্চলিক ঔপন্যাসিক হিসেবেও খ্যাতি অর্জন করেন, কারণ তাঁর সাহিত্যকর্মগুলো ইংল্যান্ডের নির্দিষ্ট একটি অঞ্চলের (Wessex) জীবন ও পরিবেশকে কেন্দ্র করে রচিত। Hardy ছিলেন Victorian যুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের একজন, যদিও তিনি আধুনিক যুগেও ছোটগল্প ও কবিতা লিখেছেন।
Notable Works (Novels):
-
Tess of the d’Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
-
The Poor Man and the Lady
-
Under the Greenwood Tree
🔹 উল্লেখযোগ্য যে, ‘Under the Greenwood Tree’ শিরোনামে William Shakespeare-এর একটি গানও রয়েছে, যা তাঁর বিখ্যাত কমেডি As You Like It-এ অন্তর্ভুক্ত।
Source: Encyclopaedia Britannica এবং Goodreads
0
Updated: 1 month ago
Who is Mercy Chant in the novel?
Created: 1 month ago
A
Alec’s sister
B
Angel’s family’s preferred bride
C
Tess’s cousin
D
A dairymaid
Mercy Chant ছিলেন Angel Clare-এর পরিবারের পছন্দের কনে। তিনি একজন ধর্মভীরু ও সামাজিকভাবে গ্রহণযোগ্য মেয়ে ছিলেন। Angel-এর বাবা-মা চেয়েছিলেন Angel যেন তাকে বিয়ে করে। কিন্তু Angel Mercy-কে প্রত্যাখ্যান করে এবং টেসকে ভালোবাসে।
Mercy চরিত্রটি Hardy ব্যবহার করেছেন সমাজের “আদর্শ নারী” এবং টেসের “পতিতা নারী” ভাবনার মধ্যে তীব্র বৈপরীত্য তৈরি করতে। Mercy-কে Victorian সমাজ প্রশংসা করে, কিন্তু টেসকে প্রত্যাখ্যান করে। এভাবে Hardy সমাজের দ্বিচারিতা প্রকাশ করেছেন।
1
Updated: 1 month ago
Why does Angel Clare reject Tess after marriage?
Created: 1 month ago
A
She refuses to go to Brazil
B
She confesses her past with Alec
C
She does not want to be religious
D
She falls in love with Alec again
বিয়ের পর টেস সাহস করে তার অতীত সত্যি কথাগুলো স্বামী Angel Clare-কে জানায়। সে বলে কিভাবে Alec তার জীবন নষ্ট করেছে এবং একটি সন্তানের জন্ম দিয়েছিল। Angel নিজেও আগে তার অতীত পাপ স্বীকার করেছিল, কিন্তু টেসের অতীত মেনে নিতে পারেনি।
এখানেই Hardy দেখান ভিক্টোরিয়ান সমাজের দ্বিচারিতা। পুরুষের ভুল সহজে ক্ষমা করা হয়, কিন্তু নারীর ভুল চিরকাল কলঙ্ক হয়ে থাকে। Angel টেসকে ছেড়ে ব্রাজিলে চলে যায়। এই পরিত্যাগ টেসের জীবনের সবচেয়ে বড় আঘাত। এটি Hardy-এর নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রমাণ, যেখানে তিনি সমাজের অন্যায়কে প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago
Why does Angel leave England after marrying Tess?
Created: 1 month ago
A
To escape his family
B
To start farming in Brazil and avoid Tess
C
To find Alec
D
To study theology
টেসের অতীত জানার পর Angel Clare তাকে ক্ষমা করতে পারে না। তার ভণ্ডামি এখানে স্পষ্ট হয়, কারণ সে নিজেও অতীতে একটি পাপ স্বীকার করেছিল। তবুও সে টেসকে অগ্রাহ্য করে এবং ব্রাজিলে চলে যায়। Angel চেয়েছিলো নতুন এক জীবন শুরু করতে, কিন্তু বাস্তবে তার যাওয়া ছিলো টেসকে এড়িয়ে পালানো।
Hardy এখানে Angel-এর দুর্বলতা প্রকাশ করেছেন। Angel-এর চলে যাওয়া টেসের জীবনে গভীর এক শূন্যতা আনে। ব্রাজিলে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে, যা প্রতীকীভাবে দেখায় যে নিজের বিবেককে ফাঁকি দিয়ে কেউ শান্তি পায় না।
0
Updated: 1 month ago