A
তাসের ঘর
B
চোখের বালি
C
গুড়ে বালি
D
খয়ের খাঁ
উত্তরের বিবরণ
ঢাকের কাঠি বাগধারাটির অর্থ -চাটুকার /তোষামুদে /মোসাহেব। আবার, খয়ের খাঁ বাগধারাটির অর্থ – চাটুকার/ তোষামুদে।

0
Updated: 1 day ago
নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?
Created: 1 day ago
A
বকধার্মিক-বিড়াল তপস্বী
B
মণিকাঞ্চন যোগ-সোনায় সোহাগা
C
ব্যাঙের আধুলি-ব্যাঙের সর্দি
D
অন্ধের যষ্টি-অন্ধের নড়ি
ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা এই দুইটি বাগধারার মধ্যে কোন মিল নাই।

0
Updated: 1 day ago
‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
যথেচ্ছাচারী
B
বক ধার্মিক
C
তোষামোদকারী
D
কদরহীন লোক
ধর্মের ষাঁড় বাগধারার অর্থ - যথেচ্ছাচারী । ফেকলু পার্টি বাগধারার অর্থ - কদকহীন লোক । বক ধার্মিক বাগধারার অর্থ - ভন্ড সাধু । ধামাধরা বাগধারার অর্থ - তোষামোদকারী ।

0
Updated: 1 month ago