A
বিহগ
B
গরুড়
C
পৃপ
D
বিহঙ্গ
উত্তরের বিবরণ
পাখি শব্দের সমার্থক শব্দ - বিহগ, গরুড়, পক্ষী, পত্রী, পতগ, বিহঙ্গ, বিহঙ্গম, খেচর ইত্যাদি।

0
Updated: 1 day ago
'নদী'- র সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 3 weeks ago
A
স্রোতঃস্বিনী
B
স্রোতঃস্বতী
C
শৈবলিনী
D
সিন্ধু
‘সিন্ধু’ এর সমার্থক শব্দ
-
সাগর
‘নদী’ এর সমার্থক শব্দসমূহ
-
নদ
-
নদনদী
-
গাঙ
-
স্রোতঃস্বিনী
-
তটিনী
-
স্রোতঃস্বতী
-
শৈবলিনী
-
সরিৎ
-
প্রবাহিণী
-
নির্ঝরণী
-
তরঙ্গিণী
-
মন্দাকিনী
-
কল্লোলিনী ইত্যাদি
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 weeks ago
'মরুৎ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
মাটি
B
পর্বত
C
বাতাস
D
পৃথিবী
• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 weeks ago
কোনটি সমার্থ শব্দের বাহুল্যজনিত অশুদ্ধি?
Created: 20 hours ago
A
কদাপি
B
প্রয়োজনীয়তা
C
অধীন
D
আয়ত্ত
‘প্রয়োজনীয়তা’ সমার্থক শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ
-
এই শব্দের শুদ্ধরূপ: প্রয়োজন
অন্যদিকে, আয়ত্ত, অধীন, কদাপি—এই শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 20 hours ago