A
কলেজ
B
নথি
C
রেডিও
D
অক্সিজেন
উত্তরের বিবরণ
পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। নথি - file অম্লজান - Oxygen উদযান - hydrogen তাই সঠিক উত্তর : নথি।

0
Updated: 1 day ago
'আমার ঘরের চাবি পরের হাতে'-গানটির রচয়িতা কে?
Created: 1 week ago
A
লালন শাহ্
B
হাসন রাজা
C
পাগলা কানাই
D
রাধারমণ দত্ত
লালন শাহ্ (১৭৭২–১৮৯০) ছিলেন বাউল সাধনার একজন প্রধান গুরু এবং বাউল গানের সর্বাধিক খ্যাতিমান রচয়িতা ও গায়ক।
তিনি ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে কিছু মত অনুযায়ী তাঁর জন্ম কুষ্টিয়ার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে।
লালন কখনো জাতিভেদ মেনে চলেননি। তাই তার গানে আমরা পাই এই ধরনের বাণী:
“সব লোকে কয় লালন কি জাত সংসারে / লালন কয় জাতির কি রূপ দেখলাম না এ নজরে।”
তার সবচেয়ে জনপ্রিয় কয়েকটি গান হলো:
-
‘খাঁচার ভিতর অচিন পাখি’
-
‘বাড়ির কাছে আরশী নগর’
-
‘আমার ঘরখানায় কে বিরাজ করে’
-
‘আমার ঘরের চাবি পরের হাতে’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো:
Created: 1 week ago
A
বিশেষভাবে সংশোধন
B
বিশেষভাবে পরিমার্জন
C
বিশেষভাবে বিশ্লেষণ
D
বিশেষভাবে সংশ্লেষণ
ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ – বিশেষভাবে বিশ্লেষণ। আর ব্যবহারগত বা প্রকৃত অর্থ হলো – ভাষা প্রকৃতি ও প্রয়োগরীতি আলোচনা ও ব্যাখ্যা। সুতরাং, বলা যায় – মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা,
আর ভাষাকে শুদ্ধরূপে পড়তে, বুঝতে, লিখতে ও বলতে পারার নিয়মকে ব্যাকরণ বলে। ব্যাকরণ হলো ভাষার সংবিধান। ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে। ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে।

0
Updated: 1 week ago
'চন্দ্রাবতী' কী?
Created: 1 week ago
A
নাটক
B
কাব্য
C
পদাবলী
D
পালাগান
চন্দ্রাবতী কাব্য:
-
রচয়িতা: কোরেশী মাগন ঠাকুর।
-
কাল ও প্রেক্ষাপট: মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চা শুরু হয়।
-
কোরেশী মাগন ঠাকুর ছিলেন আরাকান রাজসভার প্রধান উজির। তার পৃষ্ঠপোষকতায় রাজসভায় বাংলা সাহিত্যের বিকাশ ঘটে।
-
তিনি বিখ্যাত কবি আলাওলকে দুটি কাব্য, ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলক বদিউজ্জামান’, রচনায় উৎসাহিত করেন।
-
উল্লেখযোগ্য আরাকান রাজসভার কবি: আলাওল, দৌলত কাজী, কোরেশী মাগন ঠাকুর।
অন্যান্য চন্দ্রাবতী সম্পর্কিত তথ্য:
-
ময়মনসিংহের একজন নারী গীতিকার চন্দ্রাবতী প্রথম রামায়ণ বাংলায় অনুবাদ করেন।
-
ময়মনসিংহ-গীতিকায় নয়নচাঁদ ঘোষ নামে এক কবির ‘চন্দ্রাবতী’ সম্পর্কিত পালা আছে। এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন:
-
‘জয়-চন্দ্রাবতী’
-
‘চন্দ্রাবতী চরিত’
-
‘চন্দ্রাবতী উপাখ্যান’
-
-
১৯৩২ সালে দীনেশচন্দ্র সেন চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। এটি পূর্ববঙ্গ-গীতিকার চতুর্থ খণ্ডের দ্বিতীয় ভাগে স্থান পেয়েছে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago