বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
A
মর্মবাণী
B
কঙ্কাবতী
C
মায়া-মালঞ্চ
D
দময়ন্তী
উত্তরের বিবরণ
‘মায়া-মালঞ্চ’ নাটক
রচয়িতা: বুদ্ধদেব বসু।
ধরণ: তিন অঙ্কে সমাপ্ত নাটক।
অবলম্বন: লেখকেরই রচিত কালো হাওয়া উপন্যাস অবলম্বনে রচিত।
বৈশিষ্ট্য: এ নাটকে মানবজীবনের টানাপোড়েন, ভালোবাসা, বেদনা ও সামাজিক বাস্তবতাকে নাট্যরূপ দেওয়া হয়েছে। লেখকের কাব্যিক ভঙ্গি নাটকের সংলাপে গভীরতা এনে দিয়েছে।
বুদ্ধদেব বসু:
তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক এবং সম্পাদক। বাংলা আধুনিক সাহিত্যে তিনি ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব।
উপন্যাসসমূহ:
তিথিডোর,
সাড়া,
সানন্দা,
লালমেঘ,
পরিক্রমা,
কালো হাওয়া,
নির্জন স্বাক্ষর,
নীলাঞ্জনার খাতা ইত্যাদি।
কাব্যগ্রন্থসমূহ:
কঙ্কাবতী,
দময়ন্তী,
মর্মবাণী,
যে আঁধার আলোর অধিক।
নাটকসমূহ:
মায়া-মালঞ্চ,
তপস্বী ও তরঙ্গিনী,
কলকাতার ইলেক্টা,
সত্যসন্ধ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago
বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা নয় কোনটি?
Created: 1 month ago
A
বাসন্তিকা
B
কালিকলম
C
প্রগতি
D
কবিতা
‘কালিকলম’ পত্রিকা ও বুদ্ধদেব বসু সংক্রান্ত তথ্য
কালিকলম পত্রিকা:
-
প্রকাশ: ১৯২৬ সালে।
-
ধরণ: সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা।
-
প্রধান সম্পাদক: প্রেমেন্দ্র মিত্র।
-
অন্যান্য সম্পাদক: শৈলজানন্দ মুখোপাধ্যায়, মুরলীধর বসু।
-
কর্মাধ্যক্ষ: শিশিরকুমার নিয়োগী (বরদা এজেন্সি)।
-
লক্ষ্য ও বিষয়বস্তু: সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক চিন্তাভাবনা প্রচার।
বুদ্ধদেব বসু:
-
জন্ম: ১৯০৮ সালের ৩০ নভেম্বর, কুমিল্লা। পরিবারের আদি নিবাস: বিক্রমপুরের মালখানগর।
-
শিক্ষাজীবন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগ্ননাথ হলের ছাত্র, যেখানে তিনি ‘বাসন্তিকা’ পত্রিকার প্রকাশনায় যুক্ত ছিলেন।
-
সাহিত্য ও সম্পাদনা:
-
ঢাকা থেকে: ‘প্রগতি’ (১৯২৭-১৯২৯)
-
কলকাতা থেকে: ‘কবিতা’ (১৯৩৫-১৯৬০)
-
-
কীর্তি: রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে পরিচিত।
-
নাটক: ‘তপস্বী ও তরঙ্গিণী’ – সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৬৭)।
-
মৃত্যু: ১৯৭৪ সালের ১৮ মার্চ, কলকাতা।
সংক্ষেপে:
-
‘কালিকলম’ পত্রিকার সঙ্গে বুদ্ধদেব বসুর সরাসরি সম্পাদনার সম্পর্ক নেই।
-
বুদ্ধদেব বসুর সম্পাদিত প্রধান পত্রিকাগুলো হলো ‘প্রগতি’ ও ‘কবিতা’।
0
Updated: 1 month ago
বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
মহাপৃথিবী
B
মর্মবাণী
C
তন্বী
D
অর্কেষ্ট্রা
বুদ্ধদেব বসু একজন সাহিত্যিক, সমালোচক এবং সম্পাদক হিসেবে পরিচিত। তিনি ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন এবং তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগর। বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য হিসেবে বুদ্ধদেব বসু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
-
কাব্যগ্রন্থসমূহ:
-
মর্মবাণী
-
বন্দীর বন্দনা
-
কঙ্কাবতী
-
যে আঁধার আলোর অধিক
-
মরচেপড়া পেরেকের
-
একদিন চিরদিন
-
-
উপন্যাসসমূহ:
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা
-
-
অন্য কাব্যগ্রন্থসমূহ:
-
জীবনানন্দ দাশ: মহাপৃথিবী
-
সুধীন্দ্রনাথ দত্ত: তন্বী, অর্কেষ্ট্রা
-
0
Updated: 1 month ago
বুদ্ধদেব বসুর জন্মস্থান—
Created: 1 month ago
A
যশোর
B
কুমিল্লা
C
কলকাতা
D
বিক্রমপুর
বুদ্ধদেব বসু ছিলেন তিরিশের দশকের একজন বিশিষ্ট সাহিত্যিক, সমালোচক এবং সম্পাদক, যিনি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরে সব্যসাচী লেখক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।
-
তিনি ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন।
-
তাঁর পরিবারের আদি নিবাস বিক্রমপুরের মালখানগর।
-
বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডদের একজন হিসেবে তাঁকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।
বুদ্ধদেব বসুর রচিত উপন্যাসসমূহ:
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা
0
Updated: 1 month ago