ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
A
নব্য ভারতীয় আর্যভাষা
B
ফারসি
C
সংস্কৃত
D
অসমীয়া
উত্তরের বিবরণ
ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ - বিশেষভাবে বিশ্লেষণ। যে শাস্ত্রে কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি স্বরূপের বিচার - বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।
0
Updated: 1 month ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
| মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
|---|---|---|---|
| চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
| পড়্ | আ | পড়া | কৃদন্ত |
| শুন্ | আ | শোনা | কৃদন্ত |
| বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
কোনটি বাংলা উপসর্গ?
Created: 1 month ago
A
নিম
B
অতি
C
পাতি
D
অভি
উপরের উদাহরণ থেকে বোঝা যায় যে, ‘পাতি’ একটি বাংলা উপসর্গ, যার অর্থ হলো ক্ষুদ্র অর্থে।
উদাহরণ:
-
পাতিহাঁস
-
পাতিশিয়াল
-
পাতিলেবু
-
পাতকুয়ো
-
পাতিকাক
উপসর্গের শ্রেণিবিভাগ:
-
বাংলা ভাষায় ব্যবহৃত সকল উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ নয়। বেশির ভাগ উপসর্গ এসেছে সংস্কৃত থেকে, এছাড়া কিছু উপসর্গ এসেছে বিদেশি ভাষা থেকে।
-
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার:
১. বাংলা উপসর্গ
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ
৩. বিদেশি উপসর্গ
১. বাংলা উপসর্গ:
-
বর্তমানে খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১টি।
-
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, গ্র, রাম, স, সা, সু, হা।
-
শব্দ গঠন উদাহরণ:
-
অ + কাজ = অকাজ
-
অঘা + চন্ডী = অঘাচন্ডী
-
তর + … (যেমন আরও অন্যান্য শব্দ গঠন সম্ভব)
-
0
Updated: 1 month ago
'গান দিয়ে মনটাকে আনন্দে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো-
Created: 1 month ago
A
উপসর্গ
B
প্রত্যয়
C
ধাতু
D
অনুসর্গ
0
Updated: 1 month ago